ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

নেদারল্যান্ডসে লাল চুলধারী মানুষের উৎসব

  • আপডেট সময় : ০৪:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: জগৎজুড়ে নানা বর্ণের মানুষ আর তাদের নানা রঙের চুল—শুধু এই চুল নিয়ে নেদারল্যান্ডসে গত সপ্তাহে আয়োজন করা হয়েছিল দারুণ এক উৎসবের। দেশটির দক্ষিণের শহর টিল-বুর্খে অনুষ্ঠিত হওয়া এই উৎসবের নাম ‘রেডহেড ডেস ফেস্টিভ্যাল’।

প্রতিবছর আগস্ট মাসের শেষ সপ্তাহে এ উৎসবের আয়োজন হয়। সারা বিশ্ব থেকে হাজার হাজার লাল চুলের মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে উৎসবে যোগ দেন।

তিন দিন ধরে চলে উৎসব। থাকে গান, খাওয়াদাওয়া। কীভাবে লাল চুলের যত্ন নিতে হবে, তা–ও শেখানো হয়। এ ছাড়া কীভাবে মেকআপ করবেন বা ত্বকের যত্ন নেবেন, সে প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকে। ত্বকের ক্যানসার প্রতিরোধবিষয়ক শিক্ষাও দেওয়া হয়।

গত শুক্রবার (২৯ আগস্ট) উৎসবের প্রথম দিন আয়োজকেরা বলেছিলেন, এ বছর বিশ্বের অন্তত ৮০টি দেশ থেকে কয়েক হাজার মানুষ তিন দিনের এই আয়োজনে অংশ নেবেন বলে তাঁরা আশা করছেন। ১৫ বছর ধরে এই উৎসবে আসছেন এলুন্ডা বাক্কার। তিনি বলেন, ‘প্রথমবার আমি মূলত কৌতূহল থেকে এখানে এসেছিলাম। শুধু এটা দেখতে চেয়েছিলাম যে ভিড়ের মধ্যে আলাদা করে কারও চোখে না পড়লে কেমন লাগে।’

উৎসবটি সবার জন্য উন্মুক্ত এবং কোনো প্রবেশ ফি নেই। তবে উৎসবের শেষ দিন গত রোববার গ্রুপ ছবি তোলার সময় সবাই তাতে অংশ নিতে পারেননি। শুধু যাঁদের চুল প্রাকৃতিকভাবে লাল, তাঁরাই ছবি তুলতে পারেন।

২০১৩ সালের রেডহেড ডেস উৎসবে ‘প্রাকৃতিক লাল চুলওয়ালা মানুষের সবচেয়ে বড় সমাবেশ’ শিরোনামে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়। সেবার গ্রুপ ছবিতে ১ হাজার ৬৭২ জন অংশ নিয়েছিলেন।

সানা/আপ্র/০২/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নেদারল্যান্ডসে লাল চুলধারী মানুষের উৎসব

আপডেট সময় : ০৪:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: জগৎজুড়ে নানা বর্ণের মানুষ আর তাদের নানা রঙের চুল—শুধু এই চুল নিয়ে নেদারল্যান্ডসে গত সপ্তাহে আয়োজন করা হয়েছিল দারুণ এক উৎসবের। দেশটির দক্ষিণের শহর টিল-বুর্খে অনুষ্ঠিত হওয়া এই উৎসবের নাম ‘রেডহেড ডেস ফেস্টিভ্যাল’।

প্রতিবছর আগস্ট মাসের শেষ সপ্তাহে এ উৎসবের আয়োজন হয়। সারা বিশ্ব থেকে হাজার হাজার লাল চুলের মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে উৎসবে যোগ দেন।

তিন দিন ধরে চলে উৎসব। থাকে গান, খাওয়াদাওয়া। কীভাবে লাল চুলের যত্ন নিতে হবে, তা–ও শেখানো হয়। এ ছাড়া কীভাবে মেকআপ করবেন বা ত্বকের যত্ন নেবেন, সে প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকে। ত্বকের ক্যানসার প্রতিরোধবিষয়ক শিক্ষাও দেওয়া হয়।

গত শুক্রবার (২৯ আগস্ট) উৎসবের প্রথম দিন আয়োজকেরা বলেছিলেন, এ বছর বিশ্বের অন্তত ৮০টি দেশ থেকে কয়েক হাজার মানুষ তিন দিনের এই আয়োজনে অংশ নেবেন বলে তাঁরা আশা করছেন। ১৫ বছর ধরে এই উৎসবে আসছেন এলুন্ডা বাক্কার। তিনি বলেন, ‘প্রথমবার আমি মূলত কৌতূহল থেকে এখানে এসেছিলাম। শুধু এটা দেখতে চেয়েছিলাম যে ভিড়ের মধ্যে আলাদা করে কারও চোখে না পড়লে কেমন লাগে।’

উৎসবটি সবার জন্য উন্মুক্ত এবং কোনো প্রবেশ ফি নেই। তবে উৎসবের শেষ দিন গত রোববার গ্রুপ ছবি তোলার সময় সবাই তাতে অংশ নিতে পারেননি। শুধু যাঁদের চুল প্রাকৃতিকভাবে লাল, তাঁরাই ছবি তুলতে পারেন।

২০১৩ সালের রেডহেড ডেস উৎসবে ‘প্রাকৃতিক লাল চুলওয়ালা মানুষের সবচেয়ে বড় সমাবেশ’ শিরোনামে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়। সেবার গ্রুপ ছবিতে ১ হাজার ৬৭২ জন অংশ নিয়েছিলেন।

সানা/আপ্র/০২/০৯/২০২৫