আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ-সহিংসতার ঘটনায় ৪৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বিভিন্ন শহরে বিক্ষোভ চলার সময় সহিংসতার দায়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গত শুক্রবার রটারডাম শহরে পুলিশের গুলিতে আহত বিক্ষোভকারীর সংখ্যা নিয়ে সংশোধনী দিয়েছেন কৌঁসুলিরা। তাঁরা জানিয়েছেন, প্রথমে তিনজন বলা হলেও সেদিন আসলে চারজন আহত হয়েছেন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নেদারল্যান্ডসে নতুন করে আংশিক লকডাউন ঘোষণার প্রতিবাদে গত শুক্রবার বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। এদিন রটারডাম শহরে বিক্ষোভে সহিংসতা হয়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে তারা। তবে তাতে দমে না গিয়ে পরদিন শনিবারও রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। এদিনও বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।
এক বিবৃতিতে পুলিশ দাবি করেছে, গত শনিবার রাতে দ্য হেগ শহরে বিক্ষোভকারীরা একটি ব্যস্ত সড়কের ওপর থাকা কিছু বাইসাইকেল ও বিদ্যুৎ–চালিত স্কুটিতে আগুন ধরিয়ে দিয়েছেন। বিভিন্ন ভবনের ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে পটকা ও পাথর নিক্ষেপ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে দ্য হেগ থেকে ১৯ বিক্ষোভকারীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় লিমবার্গ প্রদেশের স্টাইন ও রোয়েরমন্ড শহরে আলাদা সহিংসতার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এ দুই শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পটকা ছুড়েছেন বিক্ষোভকারীরা। ইয়োর্কে শহর থেকেও ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেদারল্যান্ডসে বিক্ষোভ-সহিংসতার ঘটনায় ৪৮ জন গ্রেপ্তার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ