নেত্রকোণা সংবাদদাতা: নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরি) আসনে বিএনপি প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। পাশাপাশি নেত্রকোণা-১ (দুর্গাপুর, কলমাকান্দা) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নপত্রও বৈধ হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী, সমর্থক, প্রস্তাবকদের উপস্থিতিতে এই বাছাই কাজ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান। পাঁচটি আসনে মোট ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ২০ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, আয়কর, মামলাসহ বিভিন্ন বিষয়ের সঠিক তথ্য না থাকায় পাঁচজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আর পাঁচজনের সামান্য কাগজপত্রের ঘাটতি ছিল। রোববার ২টা পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হবে। নেত্রকোণা-৩ আসনে বিএনপি প্রার্থী জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নেত্রকোণা-৪ আসনের সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদারসহ পাঁচজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। নেত্রকোণা-২ আসনে খেলাফত আন্দোনের আব্দুর রহিমসহ পাঁচজনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।
সানা/আপ্র/০৩/০১/২০২৬























