ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের সদরপুরে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা পোস্টার বিতরণকালে প্রিন্স চৌধুরীকে (৪৩) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জয় বাংলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, লিফলেট বিতরণকারী প্রিন্স চৌধুরী তৃণমূল বিএনপির নেতা। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সোনালী আঁশ (পাট) মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেন।
প্রিন্স চৌধুরী সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার বিতরণকালে প্রিন্স চৌধুরীকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে সদরপুর থানার ওসি আব্দুল মোতালেব বলেন, আটক ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে আছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নেতা আটক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ