ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনাকারী নারী গ্রেফতার

  • আপডেট সময় : ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিদেশের খবর ডেস্ক: ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার অভিযোগে ৭০ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়। তাকে কয়েকদিন আটকে রেখে ছেড়ে দেওয়া হলেও কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, বিস্ফোরকে বিস্ফোরণ ঘটিয়ে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করেছিলেন ওই নারী। তিনি একজন সরকার বিরোধী বিক্ষোভকারী। তাকে দুই সপ্তাহ আগে গ্রেফতার করা হয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ইসরায়েলি সরকারের কোনো ভবনের কাছে যেতে পারবেন না- এমন শর্তে তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেফতারের পর পর ওই নারীকে ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। বৃহস্পতিবার (২৪ জুলাই) তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হবে।

ইসরায়েলি পুলিশ দাবি করেছে, পরিকল্পনা বাস্তবায়নে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ওই নারী। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছিল, ইরানের নির্দেশনায় নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা সাজিয়েছেন এক ব্যক্তি। পরবর্তীতে ৭১ বছর বয়সী ওই বৃদ্ধকে আটক করা হয়।

ইসরায়েলি পুলিশ জানিয়েছিল, তুরস্কে গিয়ে ইরানি গোয়েন্দাদের সঙ্গে ওই ইসরায়েলি নাগরিকের পরিচয় হয়। এরপর তিনি অবৈধ উপায়ে ইরানে প্রবেশ করেন এবং ইরানের গোয়েন্দাদের কাছ থেকে দিকনির্দেশনা নিয়ে ফেরেন।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ম না মেনে সাবেক প্রধানমন্ত্রীর দফতরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে প্লট বরাদ্দ

নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনাকারী নারী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

বিদেশের খবর ডেস্ক: ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার অভিযোগে ৭০ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়। তাকে কয়েকদিন আটকে রেখে ছেড়ে দেওয়া হলেও কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, বিস্ফোরকে বিস্ফোরণ ঘটিয়ে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করেছিলেন ওই নারী। তিনি একজন সরকার বিরোধী বিক্ষোভকারী। তাকে দুই সপ্তাহ আগে গ্রেফতার করা হয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ইসরায়েলি সরকারের কোনো ভবনের কাছে যেতে পারবেন না- এমন শর্তে তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেফতারের পর পর ওই নারীকে ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। বৃহস্পতিবার (২৪ জুলাই) তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হবে।

ইসরায়েলি পুলিশ দাবি করেছে, পরিকল্পনা বাস্তবায়নে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ওই নারী। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছিল, ইরানের নির্দেশনায় নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা সাজিয়েছেন এক ব্যক্তি। পরবর্তীতে ৭১ বছর বয়সী ওই বৃদ্ধকে আটক করা হয়।

ইসরায়েলি পুলিশ জানিয়েছিল, তুরস্কে গিয়ে ইরানি গোয়েন্দাদের সঙ্গে ওই ইসরায়েলি নাগরিকের পরিচয় হয়। এরপর তিনি অবৈধ উপায়ে ইরানে প্রবেশ করেন এবং ইরানের গোয়েন্দাদের কাছ থেকে দিকনির্দেশনা নিয়ে ফেরেন।

আজকের প্রত্যাশা/কেএমএএ