ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নেতাকর্মীরা যেন অপকর্ম না করেন: তারেক রহমান

  • আপডেট সময় : ০৯:১৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

বুধবার বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: কেউ যেন কোনোভাবেই দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারেন সেদিকে নজর রাখার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, “আপনাদের অধীস্থ কর্মীদের খেয়াল রাখতে হবে, তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে। সবার দায়িত্ব যা আছে, তা খুবই গুরুত্বপূর্ণ। যে কাজগুলো থেকে সংযত রাখলে নিজ দলের সুনাম বয়ে আনবে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। সেটা জনগণের মাঝে ভোটের আস্থায় ছড়িয়ে দিতে হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রকাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেব। তাদের কায়দায় আমরা জবাব দেব না। ৩১ দফা সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।
বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, অনেকেই হাতকড়া পড়ে পিতা-মাতার জানাযায় অংশ নিয়েছে। আমাদের নেতা-কর্মীদের নানাভাবে স্বৈরাচারী সরকারি হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে আবার কারো ব্যবসার ক্ষতি করেছে। এসব কিছু জবাব দেওয়া যাবে ৩১ দফা বাস্তাবায়নের মধ্য দিয়ে।
দিনব্যাপী কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ৩১ দফার নানা দিক তুলে ধরে আলোচনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ওই কর্মশালায় আরো বক্তব্য দেন- দলের শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, বিথিকা বিনতে হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নেতাকর্মীরা যেন অপকর্ম না করেন: তারেক রহমান

আপডেট সময় : ০৯:১৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

প্রত্যাশা ডেস্ক: কেউ যেন কোনোভাবেই দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারেন সেদিকে নজর রাখার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, “আপনাদের অধীস্থ কর্মীদের খেয়াল রাখতে হবে, তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে। সবার দায়িত্ব যা আছে, তা খুবই গুরুত্বপূর্ণ। যে কাজগুলো থেকে সংযত রাখলে নিজ দলের সুনাম বয়ে আনবে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। সেটা জনগণের মাঝে ভোটের আস্থায় ছড়িয়ে দিতে হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রকাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেব। তাদের কায়দায় আমরা জবাব দেব না। ৩১ দফা সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।
বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, অনেকেই হাতকড়া পড়ে পিতা-মাতার জানাযায় অংশ নিয়েছে। আমাদের নেতা-কর্মীদের নানাভাবে স্বৈরাচারী সরকারি হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে আবার কারো ব্যবসার ক্ষতি করেছে। এসব কিছু জবাব দেওয়া যাবে ৩১ দফা বাস্তাবায়নের মধ্য দিয়ে।
দিনব্যাপী কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ৩১ দফার নানা দিক তুলে ধরে আলোচনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ওই কর্মশালায় আরো বক্তব্য দেন- দলের শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, বিথিকা বিনতে হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।