ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫

নেটিজেনদের কাছে ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন শাহ

  • আপডেট সময় : ০৬:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি, অথবা বিনোদন দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এ কারণে অনেকবার সমস্যায় পড়েছেন তিনি। এবার এ অভিনেতা বলিউডে পুরুষতান্ত্রিক আধিপত্যের সিনেমার সমালোচনা করেছেন। এমনকী, বিষয়টিকে ‘অসুস্থ চলচ্চিত্র’ বলেও উল্লেখ করেছেন। সম্প্রতি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ‘খারাপ অবস্থা’ সম্পর্কেও কথা বলেছেন নাসিরুদ্দিন শাহ। ‘পুরুষতন্ত্র উদ্যাপন’ ও ‘নারীদের ঘৃণা’ দেখানো হয়, এমন চলচ্চিত্র নিয়ে হতাশ অভিনেতা।

কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমার খারাপ অবস্থা নিয়ে অভিনেত্রী রেবতির সঙ্গে আলোচনা করেছেন নাসিরুদ্দিন। নাসিরুদ্দিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পুরুষতন্ত্র নির্ভর ছবি আসলে অসুস্থ মানসিকতার। এমন ছবি যখন বক্স অফিসে সাফল্য পায়, মনে হয় কোন সমাজে বাস করি।’ অভিনেতার কথায়, ‘আমিও কিছু ছবি করেছি, যেগুলো শুধু টাকার জন্য এটাই সত্যি।

আমার মনে হয় না, টাকার জন্য কাজ করতে কারও লজ্জা পাওয়া উচিত। তব ওই সিনেমাগুলোর জন্য আমি দুঃখিত।’ নাসিরুদ্দিন শাহ জানান, আগামী প্রজন্ম যখন ২০২৫ সালের ছবির দিকে তাকাবে, জানতে চাইবে, কী ধরনের ছবি তৈরি হয়েছিল। এ ধরনের চলচ্চিত্র দেখে অত্যন্ত হতাশ হবে। তাদের মনে হবে পুরো বিষয়টাই ট্র্যাজেডি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নেটিজেনদের কাছে ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন শাহ

আপডেট সময় : ০৬:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি, অথবা বিনোদন দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এ কারণে অনেকবার সমস্যায় পড়েছেন তিনি। এবার এ অভিনেতা বলিউডে পুরুষতান্ত্রিক আধিপত্যের সিনেমার সমালোচনা করেছেন। এমনকী, বিষয়টিকে ‘অসুস্থ চলচ্চিত্র’ বলেও উল্লেখ করেছেন। সম্প্রতি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ‘খারাপ অবস্থা’ সম্পর্কেও কথা বলেছেন নাসিরুদ্দিন শাহ। ‘পুরুষতন্ত্র উদ্যাপন’ ও ‘নারীদের ঘৃণা’ দেখানো হয়, এমন চলচ্চিত্র নিয়ে হতাশ অভিনেতা।

কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমার খারাপ অবস্থা নিয়ে অভিনেত্রী রেবতির সঙ্গে আলোচনা করেছেন নাসিরুদ্দিন। নাসিরুদ্দিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পুরুষতন্ত্র নির্ভর ছবি আসলে অসুস্থ মানসিকতার। এমন ছবি যখন বক্স অফিসে সাফল্য পায়, মনে হয় কোন সমাজে বাস করি।’ অভিনেতার কথায়, ‘আমিও কিছু ছবি করেছি, যেগুলো শুধু টাকার জন্য এটাই সত্যি।

আমার মনে হয় না, টাকার জন্য কাজ করতে কারও লজ্জা পাওয়া উচিত। তব ওই সিনেমাগুলোর জন্য আমি দুঃখিত।’ নাসিরুদ্দিন শাহ জানান, আগামী প্রজন্ম যখন ২০২৫ সালের ছবির দিকে তাকাবে, জানতে চাইবে, কী ধরনের ছবি তৈরি হয়েছিল। এ ধরনের চলচ্চিত্র দেখে অত্যন্ত হতাশ হবে। তাদের মনে হবে পুরো বিষয়টাই ট্র্যাজেডি।