ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নেটিজেনদের কটাক্ষের শিকার শত্রুঘ্ন সিনহা

  • আপডেট সময় : ০৬:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা এক্স হ্যান্ডেলে সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় সমবেদনা জানিয়ে এক পোস্ট দিয়েছিলেন। এ ঘটনায় সাইফ-কারিনার ছবি শেয়ার করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন শত্রুঘ্ন সিনহা। এক্স হ্যান্ডেলে সমবেদনা জানিয়ে সিনহা লিখেছিলেন, ‘যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের খুব কাছের ও প্রিয় মানুষ সাইফের সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে ভাবা যায় না।

তবে আশার কথা, ও দ্রুত সেরে উঠছে। আমার সমবেদনা রইল রাজ কাপুরের নাতিনী কারিনার প্রতি।’ শত্রুঘ্ন এই পোস্টের শেষে সংযোজন করেন, ‘এই সময় একে অপরকে দোষারোপ করা বন্ধ করুন। মুম্বাই পুলিশ তাদের কাজ করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস যথেষ্ট চিন্তিত এমন ঘটনায়। অহেতুক জল ঘোলা করবে না।’ এদিকে অভিনেতা এআই দ্বারা নির্মিত সাইফ-কারিনার ছবি পোস্ট করেছেন।

ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সাইফ। শেয়ার করা ছবি নিয়ে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন। তাদের দাবি, ‘এমন নকল ছবি দায়িত্বজ্ঞানহীনের মতো পোস্ট করেন কীভাবে?’ যদিও এ প্রসঙ্গে এখনও পালটা কোনও মন্তব্য করেননি অভিনেতা। প্রসঙ্গত, বুধবার রাতে সাইফের ওপর হামলা হয়। হামলাকারী সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নেটিজেনদের কটাক্ষের শিকার শত্রুঘ্ন সিনহা

আপডেট সময় : ০৬:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা এক্স হ্যান্ডেলে সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় সমবেদনা জানিয়ে এক পোস্ট দিয়েছিলেন। এ ঘটনায় সাইফ-কারিনার ছবি শেয়ার করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন শত্রুঘ্ন সিনহা। এক্স হ্যান্ডেলে সমবেদনা জানিয়ে সিনহা লিখেছিলেন, ‘যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের খুব কাছের ও প্রিয় মানুষ সাইফের সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে ভাবা যায় না।

তবে আশার কথা, ও দ্রুত সেরে উঠছে। আমার সমবেদনা রইল রাজ কাপুরের নাতিনী কারিনার প্রতি।’ শত্রুঘ্ন এই পোস্টের শেষে সংযোজন করেন, ‘এই সময় একে অপরকে দোষারোপ করা বন্ধ করুন। মুম্বাই পুলিশ তাদের কাজ করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস যথেষ্ট চিন্তিত এমন ঘটনায়। অহেতুক জল ঘোলা করবে না।’ এদিকে অভিনেতা এআই দ্বারা নির্মিত সাইফ-কারিনার ছবি পোস্ট করেছেন।

ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সাইফ। শেয়ার করা ছবি নিয়ে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন। তাদের দাবি, ‘এমন নকল ছবি দায়িত্বজ্ঞানহীনের মতো পোস্ট করেন কীভাবে?’ যদিও এ প্রসঙ্গে এখনও পালটা কোনও মন্তব্য করেননি অভিনেতা। প্রসঙ্গত, বুধবার রাতে সাইফের ওপর হামলা হয়। হামলাকারী সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।