ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

নেটফ্লিক্সে যুক্ত হচ্ছে নতুন ফিচার

  • আপডেট সময় : ১১:৩৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • ১৯৮ বার পড়া হয়েছে


বিনোদন ডেস্ক : প্রস্তাবিত ‘এন-প্লাস’ ফিচারকে কেন্দ্র করে ব্যবহারকারীদের কাছে জরিপ করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এই ফিচারে পডকাস্ট, টিভিসিরিজ প্লে-লিস্টসহ দর্শকদের বিনোদনের আরও ব্যবস্থা রয়েছে। বৃহস্পতিবার (৬ মে) মার্কিন সংবাদমাধ্যম প্রটোকলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নেটফ্লিক্সের জরিপে জানানো হয়, ‘এন-প্লাস’ ব্যবহার করে নেটফ্লিক্সের টিভি সিরিজ, সিনেমাসহ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে পাবেন দর্শকরা। প্রটোকলের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জরিপটিতে বেশিরভাগ দর্শক টিভিসিরিজে ব্যবহৃত গানগুলো আলাদা করে রাখার পরামর্শ দিয়েছেন। যাতে তারা গানগুলো নিয়ে প্লে-লিস্ট তৈরি করতে পারেন। এছাড়া সিনেমাগুলো নিয়েও প্লে-লিস্ট তৈরি করতে চান দর্শকরা।
নেটফ্লিক্সের প্রস্তাবিত ফিচারটিতে দর্শকরা টিভিসিরিজ ও সিনেমাগুলো নিয়ে কাস্টম প্লে-লিস্ট তৈরি করতে পারবেন। তারা জানায়, এসব প্লে-লিস্ট অন্য সাবস্ক্রাইবারদের জন্য প্রকাশের সুযোগ রাখা হয়েছে এ ফিচারে। একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, নেটফ্লিক্সের প্রস্তাবিত ফিচারটিতে টিভি সিরিজগুলোর বিহাইন্ড দ্য সিন, ইউজার রিভিউ, পডকাস্ট থাকবে। তবে জরিপে দর্শকরা বিভিন্ন ধরনের আইডিয়া দিয়েছেন। এসব আইডিয়া নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছে নেটফ্লিক্স। জরিপে দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে বিহাইন্ড দ্য সিন নিয়ে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নেটফ্লিক্সে যুক্ত হচ্ছে নতুন ফিচার

আপডেট সময় : ১১:৩৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১


বিনোদন ডেস্ক : প্রস্তাবিত ‘এন-প্লাস’ ফিচারকে কেন্দ্র করে ব্যবহারকারীদের কাছে জরিপ করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এই ফিচারে পডকাস্ট, টিভিসিরিজ প্লে-লিস্টসহ দর্শকদের বিনোদনের আরও ব্যবস্থা রয়েছে। বৃহস্পতিবার (৬ মে) মার্কিন সংবাদমাধ্যম প্রটোকলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নেটফ্লিক্সের জরিপে জানানো হয়, ‘এন-প্লাস’ ব্যবহার করে নেটফ্লিক্সের টিভি সিরিজ, সিনেমাসহ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে পাবেন দর্শকরা। প্রটোকলের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জরিপটিতে বেশিরভাগ দর্শক টিভিসিরিজে ব্যবহৃত গানগুলো আলাদা করে রাখার পরামর্শ দিয়েছেন। যাতে তারা গানগুলো নিয়ে প্লে-লিস্ট তৈরি করতে পারেন। এছাড়া সিনেমাগুলো নিয়েও প্লে-লিস্ট তৈরি করতে চান দর্শকরা।
নেটফ্লিক্সের প্রস্তাবিত ফিচারটিতে দর্শকরা টিভিসিরিজ ও সিনেমাগুলো নিয়ে কাস্টম প্লে-লিস্ট তৈরি করতে পারবেন। তারা জানায়, এসব প্লে-লিস্ট অন্য সাবস্ক্রাইবারদের জন্য প্রকাশের সুযোগ রাখা হয়েছে এ ফিচারে। একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, নেটফ্লিক্সের প্রস্তাবিত ফিচারটিতে টিভি সিরিজগুলোর বিহাইন্ড দ্য সিন, ইউজার রিভিউ, পডকাস্ট থাকবে। তবে জরিপে দর্শকরা বিভিন্ন ধরনের আইডিয়া দিয়েছেন। এসব আইডিয়া নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছে নেটফ্লিক্স। জরিপে দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে বিহাইন্ড দ্য সিন নিয়ে।