ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

নেগেটিভ ইক্যুইটি সমন্বিতভাবে সমাধান করা হবে

  • আপডেট সময় : ০৮:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, নেগেটিভ ইক্যুইটি শেয়ারবাজারের ক্যানসার। এই সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করা প্রয়োজন। এ লক্ষ্যে সঠিক পরিকল্পনার মাধ্যমে নেগেটিভ ইক্যুইটির কার্যকর সমাধান বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষ ও অংশীজনরা মিলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন তিনি। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিএসইসির সঙ্গে ডিবিএ এর নেতৃত্বে শীর্ষ ২০টি ব্রোকারেজ হাউসের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

এছাড়াও বিএসইসির কমিশনাররা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের আলোচনায় ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তারা পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে বিএসইসিকে প্রয়োজনীয় পদক্ষেপ ও কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান। সাম্প্রতিক সময়ে বাজারের অবস্থা ও বাজার পরিস্থিতিসহ দেশের পুঁজিবাজারে চ্যালেঞ্জ ও সম্ভাবনাসমূহ এবং পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন দিক এসময় আলোচনায় উঠে আসে। বাজারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। পুঁজিবাজারের উন্নয়নের জন্য নেগেটিভ ইক্যুইটির সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন বলে মতামত দেন শীর্ষ ব্রোকাররা। তারা দেশের পুঁজিবাজারের সমস্যাগুলোর সমাধানে নিজেদের সর্বাত্বক চেষ্টা ও সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন। কমিশন এ ব্যাপারে ডিবিএ ও ব্রোকারেজ হাউসের প্রতিনিধিদের প্রস্তাবনাগুলো বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নেগেটিভ ইক্যুইটি সমন্বিতভাবে সমাধান করা হবে

আপডেট সময় : ০৮:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, নেগেটিভ ইক্যুইটি শেয়ারবাজারের ক্যানসার। এই সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করা প্রয়োজন। এ লক্ষ্যে সঠিক পরিকল্পনার মাধ্যমে নেগেটিভ ইক্যুইটির কার্যকর সমাধান বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষ ও অংশীজনরা মিলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন তিনি। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিএসইসির সঙ্গে ডিবিএ এর নেতৃত্বে শীর্ষ ২০টি ব্রোকারেজ হাউসের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

এছাড়াও বিএসইসির কমিশনাররা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের আলোচনায় ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তারা পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে বিএসইসিকে প্রয়োজনীয় পদক্ষেপ ও কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান। সাম্প্রতিক সময়ে বাজারের অবস্থা ও বাজার পরিস্থিতিসহ দেশের পুঁজিবাজারে চ্যালেঞ্জ ও সম্ভাবনাসমূহ এবং পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন দিক এসময় আলোচনায় উঠে আসে। বাজারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। পুঁজিবাজারের উন্নয়নের জন্য নেগেটিভ ইক্যুইটির সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন বলে মতামত দেন শীর্ষ ব্রোকাররা। তারা দেশের পুঁজিবাজারের সমস্যাগুলোর সমাধানে নিজেদের সর্বাত্বক চেষ্টা ও সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন। কমিশন এ ব্যাপারে ডিবিএ ও ব্রোকারেজ হাউসের প্রতিনিধিদের প্রস্তাবনাগুলো বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।