ক্রীড়া ডেস্ক : সময়ের সেরা ফুটবলারদের কয়েক জন আছেন পিএসজিতে। তাদের উপস্থিতিতে যতটা কার্যকর হওয়ার কথা ফরাসি চ্যাম্পিয়নদের, ততটা এখনও হতে পারেনি। লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপের কাছ থেকে সেরাটা বের করতে আনতে তাই নতুন পথ বেছে নিয়েছেন ক্রিস্তফ গালতিয়ে। বদলে ফেলেছেন দলের খেলার ধরন। চলতি মৌসুমে পিএসজির দায়িত্বে নেওয়ার পর থেকে দলকে ৩-৪-২-১ ফরমেশনে খেলাচ্ছিলেন গালতিয়ে। তবে এ মাসেই সব প্রতিযোগিতা মিলিয়ে দলটি টানা তিন ম্যাচে করে ড্র। এর মধ্যেই এমবাপের দলে তার ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
এরপর খেলার খেলার ধরন বদলান গালতিয়ে। সবশেষ দুই ম্যাচে প্যারিসের দলটি খেলেছে ৪-৩-১-২ ফরমেশনে। তাতে ফলও মিলেছে। দুই ম্যাচেই জয় পেয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। পিএসজির পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার, ম্যাকাবি খাইফার বিপক্ষে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গালতিয়ে বলেন, আক্রমণে আরও ক্ষুরধার হওয়ার লক্ষ্যে নিজেদের খেলার ধরনে বদলে এনেছেন তিনি। “আমরা বিভিন্ন কারণে শেষ দুটি ম্যাচে আমাদের কৌশল পরিবর্তন করেছি। দেখতে চেয়েছিলাম যে কীভাবে আমরা আরও বিপজ্জনক হতে পারি এবং কীভাবে এই আক্রমণত্রয়ী একে অপরের আরও কাছাকাছি থেকে খেলতে পারে।” “আমরা এই কৌশলে দুটি ম্যাচ খেলেছি। তবে খেলার ধরন যাই হোক না কেন, ওদের অনেক দৌড়াতে হবে। এমনকি আগামীকালও যদি আমরা এভাবে খেলি, তবুও আমাদের একে অপরের প্রচেষ্টার ওপর নির্ভর করতে হবে।” গালতিয়ে মনে করেন, কোচ হিসেবে তার কাজ খেলোয়াড়দের তাদের সেরা পজিশনে খেলার সুযোগ করে দেওয়া। “দুটি কৌশল থাকার একটি সুবিধাৃ এটা সত্যি যে, আমাদের আক্রমণের তিনজন খেলোয়াড়কে কীভাবে তাদের সেরা অবস্থানে রাখা যায় সে সম্পর্কে ধারণা পাওয়া গেছে। তারা এমন খেলোয়াড় যাদের দলে পাওয়ার স্বপ্ন যে কোনো কোচই দেখে। কোচ হিসেবে তাদের সেরা পজিশন দেওয়া আমার দায়িত্ব।” চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপে ৮ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে আছে পিএসজি, দ্বিতীয় স্থানে বেনফিকা। ম্যাকাবির বিপক্ষে জয় পেলেই তাদের শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে।
নেইমার-এমবাপে-মেসিদের সেরাটা পাওয়ার চেষ্টায় গালতিয়ে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ