সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নৃত্যশিল্পীকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে পুলিশের তাৎক্ষণিক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তিনজন পালিয়ে যায়। বুধবার রাত ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের চৌত্রাপাশা এলাকায় ধর্ষণের শিকার হন তিনি। পরে সাতজনকে আসামি করে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। গ্রেপ্তার চারজন হলেন, সোনারগাঁও থানার চৌত্রাপাশা গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল (৩৩), আব্দুল হকের ছেলে রুহুল আমিন (২০), প্রয়াত লাল মিয়ার ছেলে বাবু (২৬) ও তালেব আলীর ছেলে খোকন আলম (২৬)। তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাকির রব্বানী বলেন, বুধবার সন্ধ্যার পর উপজেলার সাদিপুর ইউনিয়নের ভরগাঁও গাব্বাবাড়ি বাদশা মিয়ার নাতী ফাহাদ (৭) নামে এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পির নেতৃত্বে এক যুবতি (১৯) নৃত্য পরিবেশন করেন। পরে রাত ১টার দিকে হেঁটে ফেরার পথে চৌত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে ইসরাফিল, রুহুল আমিন, বাবু ও খোকন আলমসহ সাতজন নৃত্যশিল্পী দলনেতা আরিফ হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে নৃত্যশিল্পী যুবতিকে ধর্ষণ করে।
জনপ্রিয় সংবাদ