আন্তর্জাতিক ডেস্ক: গত ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রলয়ঙ্করী বন্যার ভবিষ্যদ্বাণী করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন ঘানার এক যুবক। নূহ নবীর আদলে বিশাল নৌকা নির্মাণের আহ্বান জানিয়ে ভক্তদের কাছ থেকে সংগ্রহ করেন বিপুল অঙ্কের অনুদান। তবে নির্ধারিত দিন পার হলেও কোনো দুর্যোগ না ঘটায় তার ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে।
৩০ বছর বয়সী ওই ব্যক্তি ইনস্টাগ্রামে নিজেকে নবী হিসেবে পরিচয় দেন। তার নাম ইবোনোয়া, যিনি অনুসারীদের কাছে ইবো জিসাস বা ইবো চেসাস নামেও পরিচিত। পশ্চিম আফ্রিকার দেশ ঘানা ছাড়াও বিভিন্ন দেশে তার হাজারো ভক্ত-অনুসারী রয়েছে।
গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ইবোনোয়া দাবি করেন, তিনি ঈশ্বরের কাছ থেকে অলৌকিক বার্তা পেয়েছেন। সেই বার্তায় বলা হয়েছে—২৫ ডিসেম্বর বিশ্বব্যাপী ভয়াবহ বন্যা শুরু হবে, যা মানবসভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। এ কারণেই তিনি বিশাল আকারের নৌকা তৈরির উদ্যোগ নেন এবং এ কাজে সহযোগিতার জন্য ভক্তদের দান করার আহ্বান জানান।
কথিত এই নবীর ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করে অনেক অনুসারী অর্থ সহায়তা দেন। স্থানীয় গণমাধ্যমের দাবি, কয়েক হাজার ভক্ত তার নৌকায় আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে ঘানায় যাওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন।
কিন্তু ২৫ ডিসেম্বর পার হয়ে গেলেও কোনো প্রলয় বা দুর্যোগের দেখা মেলেনি। এরপর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হলেও নিজের দাবি থেকে সরে আসেননি ইবোনোয়া। উল্টো তিনি নতুন ব্যাখ্যায় বলেন, তার অনুরোধে সৃষ্টিকর্তা আপাতত দুর্যোগ স্থগিত রেখেছেন এবং নৌকা নির্মাণের জন্য বাড়তি সময় দিয়েছেন।
ইনস্টাগ্রামে নিয়মিত নতুন ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। তবে নৌকা নির্মাণের প্রকৃত অগ্রগতি সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এর মধ্যেই সম্প্রতি তাকে বিলাসবহুল একটি মার্সিডিজ গাড়ি কিনতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ভক্তদের কাছ থেকে সংগৃহীত বিপুল অর্থ দিয়েই এই বিলাসী জীবনযাপন করছেন তথাকথিত এই নবী।
ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ না নিলেও অনুদান সংগ্রহে তার সাফল্য নতুন করে প্রশ্ন তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে।
ওআ/আপ্র/২৯/১২/২০২৫

























