ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

নূরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নেব: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৩:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শান্তিপূর্ণভাবে গণআন্দোলন শুরু করে নূরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নেব।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে ভোলায় পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল ইসলাম বলেন, ‘পিতার কাঁধে পুত্রের লাশ, এর চেয়ে যন্ত্রণার কিছু নেই। আমাদের ছেলে নূরে আলম ভোলা জেলা ছাত্রদলের সভাপতি। তাকে গুলি করে হত্যা করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। গুলি করে হত্যা করেছে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমকে। আরো ১৯ জন ঢাকা ও বরিশালে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘এখন আর ক্রন্দন নয়, আমাদের জেগে উঠতে হবে। এই ভয়াবহ কর্তৃত্ববাদী জুলুম নির্যাতনকারী সরকারের হাত থেকে এই জাতিকে মুক্ত করতে হবে। এজন্য প্রয়োজন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া। শান্তিপূর্ণভাবে গণআন্দোলন শুরু করে নূরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নেব।’ মির্জা ফখরুল বলেন, ‘আজকে নতুন নয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একদলীয় শাসন পোক্ত করার জন্য ১৫ বছর ধরে ছয়শ নেতাকর্মীকে গুম করেছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে।’ জানাজায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির সিনিয়র নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। নূরে আলমের মৃত্যুতে বিএনপি ৫-৭ আগস্ট শোক পালন করার জন্য সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করবে। এছাড়া ৬ আগস্ট ঢাকায় ছাত্রদলের সমাবেশ, ৭ আগস্ট কৃষকদলের এবং ৮ আগস্ট যুবদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। গত ৩১ জুলাই সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন নূরে আলম। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নূরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নেব: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শান্তিপূর্ণভাবে গণআন্দোলন শুরু করে নূরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নেব।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে ভোলায় পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল ইসলাম বলেন, ‘পিতার কাঁধে পুত্রের লাশ, এর চেয়ে যন্ত্রণার কিছু নেই। আমাদের ছেলে নূরে আলম ভোলা জেলা ছাত্রদলের সভাপতি। তাকে গুলি করে হত্যা করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। গুলি করে হত্যা করেছে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমকে। আরো ১৯ জন ঢাকা ও বরিশালে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘এখন আর ক্রন্দন নয়, আমাদের জেগে উঠতে হবে। এই ভয়াবহ কর্তৃত্ববাদী জুলুম নির্যাতনকারী সরকারের হাত থেকে এই জাতিকে মুক্ত করতে হবে। এজন্য প্রয়োজন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া। শান্তিপূর্ণভাবে গণআন্দোলন শুরু করে নূরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নেব।’ মির্জা ফখরুল বলেন, ‘আজকে নতুন নয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একদলীয় শাসন পোক্ত করার জন্য ১৫ বছর ধরে ছয়শ নেতাকর্মীকে গুম করেছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে।’ জানাজায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির সিনিয়র নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। নূরে আলমের মৃত্যুতে বিএনপি ৫-৭ আগস্ট শোক পালন করার জন্য সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করবে। এছাড়া ৬ আগস্ট ঢাকায় ছাত্রদলের সমাবেশ, ৭ আগস্ট কৃষকদলের এবং ৮ আগস্ট যুবদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। গত ৩১ জুলাই সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন নূরে আলম। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান তিনি।