ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

নূপুর শর্মাকে পুলিশে তলব, সেই নেতা গ্রেফতার

  • আপডেট সময় : ১২:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : টেলিভিশন বিতর্কে মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিজেপির বহিষ্কৃত নেত্রী নুপুর শর্মাকে তলব করেছে মহারাষ্ট্র পুলিশ। মঙ্গলবার তাকে তলবের নোটিশ পাঠায় পুলিশ। খবর এনডিটিভির।
মহারাষ্ট্র পুলিশের নোটিশে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে আগামী ২২ জুন থানে জেলার মুমব্রা পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে তদন্ত কর্মকর্তার সামনে তার বক্তব্য পেশ করতে বলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নূপুরের কাছে ই-মেইল এবং ডাকে ওই নোটিশটি পাঠানো হয়েছে। চিঠিতে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত লেখা আছে। টেলিভিশন বিতর্কে মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করার পর সেটি টুইটারেও শেয়ার করেন বিজেপির দিল্লি শাখার মিডিয়া প্রধান নভিন কুমার জিন্দাল। বিজেপি তাদের দুজনকেই বহিষ্কার করে। তাদের মন্তব্য নিয়ে উপসাগরীয় কয়েকটি মুসলিম দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। কাতার সরকার ইতোমধ্যেই ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে বিবৃতি দিয়েছে। কাতারের সঙ্গে সুর মিলিয়ে ভারতের কড়া সমালোচনা করেছে সৌদি আরবও। এ নিয়ে এখন মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপোড়েন প্রকট হচ্ছে। মুম্বাই পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডে সোমবার বলেছিলেন, নুপুর শর্মার বিরুদ্ধে ইতোমধ্যে পাইধনি থানায় এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দাখিলে হয়েছে। আইন অনুযায়ী আমরা তাকে তার বক্তব্য দিতে ডাকবো।
এদিকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর টুইট করায় ভারতের ক্ষমতাসীন বিজেপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশের কানপুরের সহিংসতার চার দিন পর গত মঙ্গলবার হর্ষিত শ্রীবাস্তব নামের এই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। খবর এনডিটিভির।
হর্ষিত বিজেপির যুব শাখার পদধারী নেতা। পুলিশ জানিয়েছে, টুইটারে আপত্তিকর পোস্ট দিয়ে তিনি পরিবেশ নষ্ট করার চেষ্টা করছিলেন। অবশ্য পরে এই নেতার টুইট মুছে দেওয়া হয়েছে। কানপুর পুলিশ কমিশনার বিজয় মিনা বলেছেন, ‘কেউ ধর্মীয় অনুভূতি নিয়ে খেলার চেষ্টার করলে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নূপুর শর্মাকে পুলিশে তলব, সেই নেতা গ্রেফতার

আপডেট সময় : ১২:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২

প্রত্যাশা ডেস্ক : টেলিভিশন বিতর্কে মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিজেপির বহিষ্কৃত নেত্রী নুপুর শর্মাকে তলব করেছে মহারাষ্ট্র পুলিশ। মঙ্গলবার তাকে তলবের নোটিশ পাঠায় পুলিশ। খবর এনডিটিভির।
মহারাষ্ট্র পুলিশের নোটিশে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে আগামী ২২ জুন থানে জেলার মুমব্রা পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে তদন্ত কর্মকর্তার সামনে তার বক্তব্য পেশ করতে বলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নূপুরের কাছে ই-মেইল এবং ডাকে ওই নোটিশটি পাঠানো হয়েছে। চিঠিতে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত লেখা আছে। টেলিভিশন বিতর্কে মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করার পর সেটি টুইটারেও শেয়ার করেন বিজেপির দিল্লি শাখার মিডিয়া প্রধান নভিন কুমার জিন্দাল। বিজেপি তাদের দুজনকেই বহিষ্কার করে। তাদের মন্তব্য নিয়ে উপসাগরীয় কয়েকটি মুসলিম দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। কাতার সরকার ইতোমধ্যেই ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে বিবৃতি দিয়েছে। কাতারের সঙ্গে সুর মিলিয়ে ভারতের কড়া সমালোচনা করেছে সৌদি আরবও। এ নিয়ে এখন মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপোড়েন প্রকট হচ্ছে। মুম্বাই পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডে সোমবার বলেছিলেন, নুপুর শর্মার বিরুদ্ধে ইতোমধ্যে পাইধনি থানায় এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দাখিলে হয়েছে। আইন অনুযায়ী আমরা তাকে তার বক্তব্য দিতে ডাকবো।
এদিকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর টুইট করায় ভারতের ক্ষমতাসীন বিজেপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশের কানপুরের সহিংসতার চার দিন পর গত মঙ্গলবার হর্ষিত শ্রীবাস্তব নামের এই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। খবর এনডিটিভির।
হর্ষিত বিজেপির যুব শাখার পদধারী নেতা। পুলিশ জানিয়েছে, টুইটারে আপত্তিকর পোস্ট দিয়ে তিনি পরিবেশ নষ্ট করার চেষ্টা করছিলেন। অবশ্য পরে এই নেতার টুইট মুছে দেওয়া হয়েছে। কানপুর পুলিশ কমিশনার বিজয় মিনা বলেছেন, ‘কেউ ধর্মীয় অনুভূতি নিয়ে খেলার চেষ্টার করলে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’