ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

নুহাশের ছবির প্রযোজনায় অস্কারজয়ী প্রযোজক

  • আপডেট সময় : ১২:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • ৫৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : নুহাশ হুমায়ুনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’র নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন দুই অস্কারজয়ী নির্মাতা ও অভিনেতা জর্ডান পিলে এবং রিজ আহমেদ। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি। তিনবার অস্কার জিতেছেন পিলে, যার মাঝে একবার জিতেছেন সেরা নির্মাতা হিসেবে ‘গেট আউট’ সিনেমার জন্য। তার কোম্পানি মাংকিপাও প্রোডাকশনস থেকে নির্বাহী প্রযোজনা করা হবে ‘মশারি’। রিজ আহমেদের ‘দ্য লং গুডবাই’ সেরা লাইভ অ্যাকশন শর্ট হিসেবে অস্কার জিতেছিল এবং ‘সাউন্ড অব মেটাল’ এর জন্য অস্কারে মনোনয়ন পেয়েছেন। তার প্রতিষ্ঠান ‘লেফট হ্যান্ডেড ফিল্ম’ থেকে নির্বাহী প্রযোজনা করা হবে নুহাশের সিনেমা।
মাংকিপাও-এর প্রেসিডেন্ট উইন রোজেনফেল্ড এবং প্রোডাকশন ও ডেভেলপমেন্ট-এর এসভিপি ডানা গিল এই প্রসঙ্গে বলেন, ‘মশারি ভিন্ন ধরনের ফিল্ম যা প্রথম ফ্রেমেই দেখতে ভালো লাগে এবং মন ছুঁয়ে যায়। নুহাশ আমাদেরকে তার ডায়নামিক পোস্ট-আপোক্যালিপটিক জগতে ডুবিয়ে ফেলে এবং সেখান থেকে বের হওয়ার সুযোগ রাখে না। এই সিনেমা টিকে থাকার লড়াই, ভালোবাসা ও পরিবার নিয়ে। আবার ভয়ংকরও, যেমনটা হয় মনস্টার মুভি। এই সিনেমার অংশ হতে পেরে মাংকিপাও কৃতজ্ঞ।’ রিজ আহমেদ এবং লেফট হ্যান্ডেড ফিল্মসের এসভিপি ও হেড অব টেলিভিশন অ্যালি মুর বলেন, ‘নুহাশের এই সিনেমা অবচেতন ভয়কে জাগিয়ে তোলে, ছোটবেলার বিছানার নিচে থাকা দানব থেকে অনিশ্চিত ভয়ংকর ভবিষ্যৎ পর্যন্ত নিয়ে যায়। দুই বোনের বেঁচে থাকার আবেগপূর্ণ লড়াই এবং ভয়ে চিৎকার করে ওঠার মতো গল্প বুনেছেন তিনি যার মাঝে ফুটে ওঠে ঔপনিবেশিকতা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়। নুহাশের টিমের সাথে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদ শেয়ার করেন নুহাশ। এসময় একজন জিজ্ঞেস করেন, পেলে-রিজ আহমেদরা কি আপনার পূর্ণদৈর্ঘ্য সিনেমায় যুক্ত হলেন কিনা? উত্তরে নুহাশ বলেন, ‘এটা স্বল্পদৈর্ঘ্যের জন্য। পূর্ণদৈর্ঘ্য করতে পারলে ভালো লাগবে। আশা করি তা শিগগির করতে পারবো।’ ‘মশারি’ ছবিটি চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে। এতে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং হুমায়ূন আহমেদের নাতনি নাইরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নুহাশের ছবির প্রযোজনায় অস্কারজয়ী প্রযোজক

আপডেট সময় : ১২:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : নুহাশ হুমায়ুনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’র নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন দুই অস্কারজয়ী নির্মাতা ও অভিনেতা জর্ডান পিলে এবং রিজ আহমেদ। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি। তিনবার অস্কার জিতেছেন পিলে, যার মাঝে একবার জিতেছেন সেরা নির্মাতা হিসেবে ‘গেট আউট’ সিনেমার জন্য। তার কোম্পানি মাংকিপাও প্রোডাকশনস থেকে নির্বাহী প্রযোজনা করা হবে ‘মশারি’। রিজ আহমেদের ‘দ্য লং গুডবাই’ সেরা লাইভ অ্যাকশন শর্ট হিসেবে অস্কার জিতেছিল এবং ‘সাউন্ড অব মেটাল’ এর জন্য অস্কারে মনোনয়ন পেয়েছেন। তার প্রতিষ্ঠান ‘লেফট হ্যান্ডেড ফিল্ম’ থেকে নির্বাহী প্রযোজনা করা হবে নুহাশের সিনেমা।
মাংকিপাও-এর প্রেসিডেন্ট উইন রোজেনফেল্ড এবং প্রোডাকশন ও ডেভেলপমেন্ট-এর এসভিপি ডানা গিল এই প্রসঙ্গে বলেন, ‘মশারি ভিন্ন ধরনের ফিল্ম যা প্রথম ফ্রেমেই দেখতে ভালো লাগে এবং মন ছুঁয়ে যায়। নুহাশ আমাদেরকে তার ডায়নামিক পোস্ট-আপোক্যালিপটিক জগতে ডুবিয়ে ফেলে এবং সেখান থেকে বের হওয়ার সুযোগ রাখে না। এই সিনেমা টিকে থাকার লড়াই, ভালোবাসা ও পরিবার নিয়ে। আবার ভয়ংকরও, যেমনটা হয় মনস্টার মুভি। এই সিনেমার অংশ হতে পেরে মাংকিপাও কৃতজ্ঞ।’ রিজ আহমেদ এবং লেফট হ্যান্ডেড ফিল্মসের এসভিপি ও হেড অব টেলিভিশন অ্যালি মুর বলেন, ‘নুহাশের এই সিনেমা অবচেতন ভয়কে জাগিয়ে তোলে, ছোটবেলার বিছানার নিচে থাকা দানব থেকে অনিশ্চিত ভয়ংকর ভবিষ্যৎ পর্যন্ত নিয়ে যায়। দুই বোনের বেঁচে থাকার আবেগপূর্ণ লড়াই এবং ভয়ে চিৎকার করে ওঠার মতো গল্প বুনেছেন তিনি যার মাঝে ফুটে ওঠে ঔপনিবেশিকতা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়। নুহাশের টিমের সাথে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদ শেয়ার করেন নুহাশ। এসময় একজন জিজ্ঞেস করেন, পেলে-রিজ আহমেদরা কি আপনার পূর্ণদৈর্ঘ্য সিনেমায় যুক্ত হলেন কিনা? উত্তরে নুহাশ বলেন, ‘এটা স্বল্পদৈর্ঘ্যের জন্য। পূর্ণদৈর্ঘ্য করতে পারলে ভালো লাগবে। আশা করি তা শিগগির করতে পারবো।’ ‘মশারি’ ছবিটি চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে। এতে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং হুমায়ূন আহমেদের নাতনি নাইরা।