বিনোদন ডেস্ক: প্রয়াত কথাসাহিত্যিক এবং নির্মাতা হুমায়ূন আহমেদ ছিলেন বাংলা নাটকের জগতে বহু কালজয়ী চরিত্রের সৃষ্টিকর্তা। তার মধ্যে অন্যতম তিন চরিত্রে কাজ করেছিলেন ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু। ১১ বছর আগে সেই চরিত্রগুলো এতটাই মনে দাগ কাটে যে, এখনও তাদের সামনে পেলে এড়িয়ে যান না দর্শকরা। বরং আরও আক্ষেপ করে যে- আবার কবে দেখা যাবে সেই তিনজনকে! এবার দর্শকদের জন্য সুখবর আনলেন হুমায়ূন পুত্র হুমায়ূন। ‘
তারা তিনজন’-এর সেই আইকনিক চরিত্র আবার ফিরে আসছে পর্দায়। সেই প্রোজেক্টের নাম ‘ওরা তিনজন’, যা পরিচালনা করছেন হুমায়ূন পুত্র। বাবার পছন্দের তিন অভিনয়শিল্পী ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরুকে নিয়ে প্রোজেক্টটি হাতে নিয়েছেন নুহাশ। ইতোমধ্যে তাদের নিয়ে গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে বলে নির্মাতা সূত্র জানিয়েছে।
ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু- এই তিনজন একসঙ্গে করেছেন অসংখ্য টিভি নাটক। ‘তারা তিনজন’ ছাড়াও তাদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘তারা তিনজন টি-মাস্টার’, ‘তারা তিনজন ঝামেলায় আছে’, ‘তারা তিনজন হে পৃথিবী বিদায়’, ‘তারা তিনজন ফুচকা বিলাস’, ‘ভাইরাস’, ‘আমরা জেগে আছি’, ‘আবারো তিনজন’, ‘আমরা তিনজন’, ‘উড়ে যায় বকপক্ষী’। এসব নাটকগুলো রচনা করেছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।