প্রত্যাশা ডেস্ক: নুসরাত ফারিয়ার গ্রেফতারের পরিপ্রেক্ষিতে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
গত রোববার (১৮ মে) নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়। সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নুসরাত ফারিয়ার গ্রেফতারের পরিপ্রেক্ষিতে সোমবার বেলা ১১টা ১২ মিনিটে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাবো। নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না। এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিলো।
‘ফারিয়ার বিরুদ্ধে এই মামলাতো অনেকদিন ধরেই ছিলো। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়ার বিষয় আমার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নারভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে।
কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরো সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো-এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।’
গ্রেফতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন ফারুকী: সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও সাম্পান বাইচ আয়োজনের সঙ্গে যুক্ত হবে সংস্কৃতি মন্ত্রণালয়। আমাদের কালচারাল হেরিটেজ, ফেস্টিভাল নিয়ে একটি ক্যালেন্ডার হচ্ছে। সেখানে এই দুটি অন্তর্ভুক্ত হবে।
সোমবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
এ সময় সাংবাদিকেরা অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা ফারুকী বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘আমাদের প্রেস কনফারেন্সের নির্দিষ্ট অ্যাজেন্ডা আছে। আমরা এই লিমিটের মধ্যে থাকি।’
চট্টগ্রামের ঐতিহ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘জব্বরের বলি খেলা দেশের সংস্কৃতির বড় একটি অংশ। চট্টগ্রামের নাম বললেই জব্বারের বলি খেলা চলে আসে। এখানে আরেকটা বিষয় হচ্ছে সাম্পান বাইচ, ১৮-১৯ বছর ধরে এটি হয়ে আসছে। কালচারাল হেরিটেজ, ফেস্টিভাল নিয়ে একটি ক্যালেন্ডার তৈরি হচ্ছে। শিল্পকলা অ্যাকাডেমিকে তালিকাটা তৈরি হচ্ছে। এই তালিকা হওয়ার পরে এগুলো ক্যালেন্ডারের মধ্যে ঢুকবে এবং আমরা ঢাকা থেকে এই কাজগুলোকে ফেসিলেটেড কীভাবে করা যায় সেটি দেখব।’
তিনি বলেন, ‘আমরা এটুকু বলতে পারি যে জব্বারের বলি খেলা এখন থেকে বাংলাদেশের কালচার হেরিটেজের একটা ইম্পরট্যান্ট জিনিস হিসেবে যুক্ত হয়েছে। এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল।’ এর আগে সকালে চট্টগ্রামে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।