ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

নীলা রায় হত্যার অভিযোগপত্রে আসামি মিজানুরসহ ৩ জন

  • আপডেট সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রেমের প্রস্তাবে ‘রাজি না হওয়ায়’ সাভারের স্কুলছাত্রী নীলা রায়কে ছুরি মেরে হত্যার মামলায় বখাটে মিজানুর রহমান ও তার দুই সহযোগীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কমকর্তা সাভার থানার পরিদশর্ক (তদন্ত) নিমর্ল কুমার দাস গত ২৮ এপ্রিল ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র দিলেও বিষয়টি জানাজানি হয় গতকাল রোববার।
আদালত পুলিশের পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে যাচাই বাছাই করে আমরা ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি বিচারের জন্য পাঠিয়ে দেব।”
অভিযোগপত্রের তিন আসামি মিজানুর রহমান (২১), সাকিব হোসেন (২০)ও সেলিম পাহলান (৪২) গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তবে তদন্তে হত্যাকা-ের সঙ্গে মিজানুরের বাবা আব্দুর রহমান(৬০) এবং মা নাজমুন্নাহার সিদ্দিকার( ৫০) সংশ্লিষ্টতা পাওয়া যায়নি জানিয়ে তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দিয়ে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। তারা দুজন এখন জামিনে রয়েছেন। মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে নীলা সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলের দশম শ্রেণিতে পড়ত। পৌর এলাকার কাজী মোকমা পাড়ার এক বাড়িতে তার পরিবার ভাড়া থাকত। মিজানুর রহমান নামের ওই যুবক নীলাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তাতে রাজি না হওয়ায় গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভার পৌরসভার পালপাড়া এলাকায় ছুরি মেরে হত্যা করা হয় নীলাকে। তার বাবা নারায়ণ রায় পরদিন মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাকে আসামি করে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নীলা রায় হত্যার অভিযোগপত্রে আসামি মিজানুরসহ ৩ জন

আপডেট সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : প্রেমের প্রস্তাবে ‘রাজি না হওয়ায়’ সাভারের স্কুলছাত্রী নীলা রায়কে ছুরি মেরে হত্যার মামলায় বখাটে মিজানুর রহমান ও তার দুই সহযোগীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কমকর্তা সাভার থানার পরিদশর্ক (তদন্ত) নিমর্ল কুমার দাস গত ২৮ এপ্রিল ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র দিলেও বিষয়টি জানাজানি হয় গতকাল রোববার।
আদালত পুলিশের পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে যাচাই বাছাই করে আমরা ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি বিচারের জন্য পাঠিয়ে দেব।”
অভিযোগপত্রের তিন আসামি মিজানুর রহমান (২১), সাকিব হোসেন (২০)ও সেলিম পাহলান (৪২) গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তবে তদন্তে হত্যাকা-ের সঙ্গে মিজানুরের বাবা আব্দুর রহমান(৬০) এবং মা নাজমুন্নাহার সিদ্দিকার( ৫০) সংশ্লিষ্টতা পাওয়া যায়নি জানিয়ে তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দিয়ে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। তারা দুজন এখন জামিনে রয়েছেন। মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে নীলা সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলের দশম শ্রেণিতে পড়ত। পৌর এলাকার কাজী মোকমা পাড়ার এক বাড়িতে তার পরিবার ভাড়া থাকত। মিজানুর রহমান নামের ওই যুবক নীলাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তাতে রাজি না হওয়ায় গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভার পৌরসভার পালপাড়া এলাকায় ছুরি মেরে হত্যা করা হয় নীলাকে। তার বাবা নারায়ণ রায় পরদিন মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাকে আসামি করে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন।