ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

নীরবতাকেই আশ্রয় বানিয়েছেন নুসরাত

  • আপডেট সময় : ১২:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ১৩০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান বর্তমানে জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন। মা হতে চলেছেন এই অভিনেত্রী। তার দাম্পত্যে ঝড় নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সোশ্যাল মিডিয়ায়। সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেও, মাতৃত্ব নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তিনি। প্রায় প্রতিদিন অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজের হাসিখুশি ছবি পোস্ট করা রুটিন হয়ে দাঁড়িয়েছে তার। ক্যাপশনে বুঝিয়ে দিচ্ছেন, পরিস্থিতি যাই থাকুক, তিনি পজিটিভ আছেন। ছবিতে নজর কাড়ছে তার চেহারার পরিবর্তনও। কিছু বিষয়ের উত্তর দেওয়া সহজ নয়, তাই হাজারো প্রশ্নকে উপেক্ষা করে নুসরাত নীরবতাকেই আপাতত তার আশ্রয় বানিয়েছেন। তাই বলে নুসরাত ঘরবন্দি নন। দিনকয়েক আগে যশ দাশগুপ্তের সঙ্গে একটি মলে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। একটি ফ্যাশন শুটও করেছেন। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরে তার সন্তান জন্ম নেবে। প্রসঙ্গত, যশ-নুসরাতের সম্পর্ক ইন্ডাস্ট্রির আর পাঁচটা প্রেমের সম্পর্কের মতো নয়। কারণ এর সঙ্গে জুড়ে রয়েছে অনেক ধরনের সমীকরণ। আগামী দিনে কোন সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যান যশ-নুসরাত, তার দিকেই নজর সকলের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীরবতাকেই আশ্রয় বানিয়েছেন নুসরাত

আপডেট সময় : ১২:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান বর্তমানে জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন। মা হতে চলেছেন এই অভিনেত্রী। তার দাম্পত্যে ঝড় নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সোশ্যাল মিডিয়ায়। সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেও, মাতৃত্ব নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তিনি। প্রায় প্রতিদিন অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজের হাসিখুশি ছবি পোস্ট করা রুটিন হয়ে দাঁড়িয়েছে তার। ক্যাপশনে বুঝিয়ে দিচ্ছেন, পরিস্থিতি যাই থাকুক, তিনি পজিটিভ আছেন। ছবিতে নজর কাড়ছে তার চেহারার পরিবর্তনও। কিছু বিষয়ের উত্তর দেওয়া সহজ নয়, তাই হাজারো প্রশ্নকে উপেক্ষা করে নুসরাত নীরবতাকেই আপাতত তার আশ্রয় বানিয়েছেন। তাই বলে নুসরাত ঘরবন্দি নন। দিনকয়েক আগে যশ দাশগুপ্তের সঙ্গে একটি মলে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। একটি ফ্যাশন শুটও করেছেন। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরে তার সন্তান জন্ম নেবে। প্রসঙ্গত, যশ-নুসরাতের সম্পর্ক ইন্ডাস্ট্রির আর পাঁচটা প্রেমের সম্পর্কের মতো নয়। কারণ এর সঙ্গে জুড়ে রয়েছে অনেক ধরনের সমীকরণ। আগামী দিনে কোন সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যান যশ-নুসরাত, তার দিকেই নজর সকলের।