ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

  • আপডেট সময় : ০১:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে কুয়েত ফেরত এক প্রবাসীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একই পরিবারের আরও ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, গতকাল রোববার (১৯ জুন) সকালে নবাবগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন মারা গেছেন। বাকিদের চিকিৎসা চলছে।
নিহত ব্যক্তিরা হলেন- মাইক্রোবাসচালক মনির খান বিল্লাল (৩৫), যাত্রী আবুল কাশেম (৫০) ও ফারহানা (৮)। তাদের মধ্যে কাশেম ও ফারহানা ঘটনাস্থলে এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরের মৃত্যু হয়। আহতদের সঙ্গে আলাপে জানা গেছে, রোববার ভোরে কাশেম কুয়েত থেকে দেশে আসেন। বিমানবন্দর থেকে তাকে নিয়ে নবাবগঞ্জ-দোহার ফেরার পথে নবাবগঞ্জ প্যারাগন হাসপাতাল এলাকায় পৌঁছলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

আপডেট সময় : ০১:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে কুয়েত ফেরত এক প্রবাসীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একই পরিবারের আরও ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, গতকাল রোববার (১৯ জুন) সকালে নবাবগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন মারা গেছেন। বাকিদের চিকিৎসা চলছে।
নিহত ব্যক্তিরা হলেন- মাইক্রোবাসচালক মনির খান বিল্লাল (৩৫), যাত্রী আবুল কাশেম (৫০) ও ফারহানা (৮)। তাদের মধ্যে কাশেম ও ফারহানা ঘটনাস্থলে এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরের মৃত্যু হয়। আহতদের সঙ্গে আলাপে জানা গেছে, রোববার ভোরে কাশেম কুয়েত থেকে দেশে আসেন। বিমানবন্দর থেকে তাকে নিয়ে নবাবগঞ্জ-দোহার ফেরার পথে নবাবগঞ্জ প্যারাগন হাসপাতাল এলাকায় পৌঁছলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।