চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মো. খোরশেদ আলম (৫২) নামে এক ব্যক্তিকে চাপা দিয়ে খাবার হোটেলে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। গতকাল বুধবার দুপুরের দিকে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২৪ মে) দিনগত রাতে উপজেলার মেহের স্টেশন সংলগ্ন শুভ হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার ডালুয়া ইউনিয়নের শারফাতলী গ্রামের মৃত হাফিজ উল্যাহের ছেলে। জানা গেছে, হাজীগঞ্জ থেকে কুমিল্লাগামী বালিবাহী এক ট্রাক চালকের সহকারী খোরশেদ আলম মেহের স্টেশন এলাকায় যাত্রা বিরতিতে খাবার খাওয়ার উদ্দেশ্যে শুভ হোটেলে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কুমিল্লা থেকে হাজীগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খোরশেদ আলমকে চাপা দিয়ে খাবার হোটেলে ঢুকে পড়ে। স্থানীয়রা খোরশেদকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক ও সহকারী পলাতক রয়েছেন।
জনপ্রিয় সংবাদ