ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

নিয়ন্ত্রণহীন ট্রাক সড়ক ছেড়ে সবজি বাজারে, নিহত ৪

  • আপডেট সময় : ০২:০০:০২ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : নরসিংদীর রায়পুরা উপজেলায় নিয়ন্ত্রণহীন ট্রাক মহাসড়কের পাশে সবজি বাজারে ঢুকে পড়ে চারজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও পাঁচজন।
গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাহমুদাবাদ সবজি বাজারে এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হোসেন জানান, মালবাহী ট্রাকটি যাচ্ছিল সিলেটের দিকে। বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তা থেকে নেমে পাশের বাজারে ঢুকে পড়ে। এ সময় ট্রাকের নিচে একটি অটোরিকশা চাপা পড়ে। ওই অটোরিকশার দুই যাত্রী এবং একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। তারা হলেন-উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়া ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া (৬২) এবং বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম। পরে আহত অবস্থায় ঢাকায় পাঠানোর পথে আরও একজনের মৃত্যু হয়, তবে তার নাম জানাতে পারেননি ওসি মোজাম্মেল। তিনি বলেন, আহত অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পড়া গাড়ি দুটো জব্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই অটোরিকশাযাত্রী নিহত : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের চাপায় দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হন। রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের স্বপনের ছেলে সুমন (৩০) ও গৌরাঙ্গ নাথের ছেলে মোহন নাথ (৩১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের শশই স্থানে মাধবপুরগামী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির দুজন যাত্রী নিহত হয়। এসময় পেছন দিক থেকে আসা মাইক্রোবাসের ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে করে মাইক্রোবাসের ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরগামী সিএনজি অটোরিকশাকে একই দিকে যাওয়া ট্রাক পেছন দিয়ে চাপা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হয়। এসময় ট্রাকের পেছনে মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়। লাশ উদ্ধার করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাস ও চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষ, হেলপারের মৃত্যু : রাঙ্গুনিয়ায় শ্যামলী পরিবহন বাস ও চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষে স্যং প্রো মারমা (২৫) নামে চাঁদের গাড়ির হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল ৭ টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ঠান্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সেজো মারমা (২৫) রাঙামাটি জেলার কাউখালী থানার বাসিন্দা। এ ঘটনায় চাঁদের গাড়ির চালকের অবস্থাও আশংকাজনক হওয়ায় হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারেক বলেন, সকাল ৭টার দিকে ঠান্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাঁদের গাড়ির চালক ও বাসের যাত্রীসহ মোট ১৫ জন আহত হন। রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় বেশ কয়কজন আহত হয়। এর মধ্যে চাঁদের গাড়ির চালক ও হেলপারের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হেলপারকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ন্ত্রণহীন ট্রাক সড়ক ছেড়ে সবজি বাজারে, নিহত ৪

আপডেট সময় : ০২:০০:০২ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২

প্রত্যাশা ডেস্ক : নরসিংদীর রায়পুরা উপজেলায় নিয়ন্ত্রণহীন ট্রাক মহাসড়কের পাশে সবজি বাজারে ঢুকে পড়ে চারজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও পাঁচজন।
গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাহমুদাবাদ সবজি বাজারে এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হোসেন জানান, মালবাহী ট্রাকটি যাচ্ছিল সিলেটের দিকে। বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তা থেকে নেমে পাশের বাজারে ঢুকে পড়ে। এ সময় ট্রাকের নিচে একটি অটোরিকশা চাপা পড়ে। ওই অটোরিকশার দুই যাত্রী এবং একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। তারা হলেন-উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়া ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া (৬২) এবং বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম। পরে আহত অবস্থায় ঢাকায় পাঠানোর পথে আরও একজনের মৃত্যু হয়, তবে তার নাম জানাতে পারেননি ওসি মোজাম্মেল। তিনি বলেন, আহত অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পড়া গাড়ি দুটো জব্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই অটোরিকশাযাত্রী নিহত : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের চাপায় দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হন। রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের স্বপনের ছেলে সুমন (৩০) ও গৌরাঙ্গ নাথের ছেলে মোহন নাথ (৩১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের শশই স্থানে মাধবপুরগামী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির দুজন যাত্রী নিহত হয়। এসময় পেছন দিক থেকে আসা মাইক্রোবাসের ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে করে মাইক্রোবাসের ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরগামী সিএনজি অটোরিকশাকে একই দিকে যাওয়া ট্রাক পেছন দিয়ে চাপা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হয়। এসময় ট্রাকের পেছনে মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়। লাশ উদ্ধার করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাস ও চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষ, হেলপারের মৃত্যু : রাঙ্গুনিয়ায় শ্যামলী পরিবহন বাস ও চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষে স্যং প্রো মারমা (২৫) নামে চাঁদের গাড়ির হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল ৭ টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ঠান্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সেজো মারমা (২৫) রাঙামাটি জেলার কাউখালী থানার বাসিন্দা। এ ঘটনায় চাঁদের গাড়ির চালকের অবস্থাও আশংকাজনক হওয়ায় হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারেক বলেন, সকাল ৭টার দিকে ঠান্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাঁদের গাড়ির চালক ও বাসের যাত্রীসহ মোট ১৫ জন আহত হন। রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় বেশ কয়কজন আহত হয়। এর মধ্যে চাঁদের গাড়ির চালক ও হেলপারের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হেলপারকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।