ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

নিষেধাজ্ঞা সরিয়ে বাংলাদেশে গম পাঠাবে ভারত

  • আপডেট সময় : ০৮:৫২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : নিষেধাজ্ঞা সরিয়ে শিগগিরই ভারত ১০ লাখ টন গম রপ্তানি করতে চলেছে। এর মধ্যে ৫ থেকে ৬ লাখ টন গম যাবে বাংলাদেশে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল সুইজারল্যান্ডের দাভোস থেকে দেশে ফিরলে এ–সংক্রান্ত ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের দ্য ইকোনমিক টাইমস পত্রিকা শুক্রবার এই খবর জানিয়েছে। অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে ১৩ মে ভারত সরকার গম রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করে। সে সময় বলা হয়েছিল, বিজ্ঞপ্তি দেওয়ার আগে যেসব সংস্থা রপ্তানির উদ্যোগ নিয়ে ঋণপত্র (এলসি) খুলেছিল, তাদের রপ্তানির সুযোগ দেওয়া হবে। তা ছাড়া ওই বিজ্ঞপ্তিতে প্রতিবেশী দেশগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার কথাও জানানো হয়েছিল।
ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, বাংলাদেশে গম যাবে প্রধানত সড়ক ও রেলপথে। কিছু পরিমাণ সমুদ্রপথেও যেতে পারে। এই ১০ লাখ টন গম রপ্তানির জন্য ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছে। কলকাতাভিত্তিক রপ্তানিকারকের বরাতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এই মুহূর্তে ভারত থেকে গম আমদানিতে বিশেষ উৎসাহী নয়। কারণ, তাদের ওয়্যারহাউসে স্থানাভাব। বাংলাদেশ আগে মজুত চাল বিক্রি করতে চায়, যাতে সেই জায়গায় আমদানি করা গম মজুত করা যায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞা সরিয়ে বাংলাদেশে গম পাঠাবে ভারত

আপডেট সময় : ০৮:৫২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২

প্রত্যাশা ডেস্ক : নিষেধাজ্ঞা সরিয়ে শিগগিরই ভারত ১০ লাখ টন গম রপ্তানি করতে চলেছে। এর মধ্যে ৫ থেকে ৬ লাখ টন গম যাবে বাংলাদেশে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল সুইজারল্যান্ডের দাভোস থেকে দেশে ফিরলে এ–সংক্রান্ত ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের দ্য ইকোনমিক টাইমস পত্রিকা শুক্রবার এই খবর জানিয়েছে। অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে ১৩ মে ভারত সরকার গম রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করে। সে সময় বলা হয়েছিল, বিজ্ঞপ্তি দেওয়ার আগে যেসব সংস্থা রপ্তানির উদ্যোগ নিয়ে ঋণপত্র (এলসি) খুলেছিল, তাদের রপ্তানির সুযোগ দেওয়া হবে। তা ছাড়া ওই বিজ্ঞপ্তিতে প্রতিবেশী দেশগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার কথাও জানানো হয়েছিল।
ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, বাংলাদেশে গম যাবে প্রধানত সড়ক ও রেলপথে। কিছু পরিমাণ সমুদ্রপথেও যেতে পারে। এই ১০ লাখ টন গম রপ্তানির জন্য ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছে। কলকাতাভিত্তিক রপ্তানিকারকের বরাতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এই মুহূর্তে ভারত থেকে গম আমদানিতে বিশেষ উৎসাহী নয়। কারণ, তাদের ওয়্যারহাউসে স্থানাভাব। বাংলাদেশ আগে মজুত চাল বিক্রি করতে চায়, যাতে সেই জায়গায় আমদানি করা গম মজুত করা যায়।