ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

নিষেধাজ্ঞা কাটিয়ে আড়াই বছর পর ভারত যাচ্ছেন ফেরদৌস

  • আপডেট সময় : ১২:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় আড়াই বছর পর ভারতে যাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ; যিনি বাংলাদেশের দর্শকদের পাশাপাশি ভারতীয় দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়। ভারতের আগরতলায় বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতে মঙ্গলবার সকালে সড়কপথে ঢাকা ছেড়েছেন তিনি। বিকালে সিলেটের ভোলাগঞ্জ সীমান্ত হয়ে আগরতলা যাওয়ার পথে ফেরদৌস জানান, তিনি সীমান্তের নিকটেই অবস্থান করছেন; কিছুক্ষণের মধ্যেই সীমান্ত পেরিয়ে প্রায় আড়াই বছর ভারতে পা দেবেন তিনি। সেই আয়োজনে যোগ দিতে ফেরদৌস ছাড়াও অভিনেত্রী অপু বিশ্বাস ও কণ্ঠশিল্পী মমতাজও আগরতলা যাচ্ছেন। ২০১৯ সালে সিনেমার শুটিংয়ে ফাঁকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে তোপের মুখে পড়েন ফেরদৌস; তার ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানোর পর দেশটিতে প্রবেশে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। নিষেধাজ্ঞার মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে ভারতে যেতে পারেননি ফেরদৌস; পরে সেই চরিত্রে রিয়াজকে নিয়ে শুটিং করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা ফেরদৌস খ্যাতি পেয়েছিলেন ১৯৯৮ সালে কলকাতার বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’’ চলচ্চিত্রে অভিনয় করে। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও জনপ্রিয় ফেরদৌস কলকাতায় এ পর্যন্ত ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০১ সালে ‘মিট্টি’ নামে বলিউডের একটি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউনূস-রুবিও ফোনালাপ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বাড়াতে জোর

নিষেধাজ্ঞা কাটিয়ে আড়াই বছর পর ভারত যাচ্ছেন ফেরদৌস

আপডেট সময় : ১২:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় আড়াই বছর পর ভারতে যাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ; যিনি বাংলাদেশের দর্শকদের পাশাপাশি ভারতীয় দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়। ভারতের আগরতলায় বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতে মঙ্গলবার সকালে সড়কপথে ঢাকা ছেড়েছেন তিনি। বিকালে সিলেটের ভোলাগঞ্জ সীমান্ত হয়ে আগরতলা যাওয়ার পথে ফেরদৌস জানান, তিনি সীমান্তের নিকটেই অবস্থান করছেন; কিছুক্ষণের মধ্যেই সীমান্ত পেরিয়ে প্রায় আড়াই বছর ভারতে পা দেবেন তিনি। সেই আয়োজনে যোগ দিতে ফেরদৌস ছাড়াও অভিনেত্রী অপু বিশ্বাস ও কণ্ঠশিল্পী মমতাজও আগরতলা যাচ্ছেন। ২০১৯ সালে সিনেমার শুটিংয়ে ফাঁকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে তোপের মুখে পড়েন ফেরদৌস; তার ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানোর পর দেশটিতে প্রবেশে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। নিষেধাজ্ঞার মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে ভারতে যেতে পারেননি ফেরদৌস; পরে সেই চরিত্রে রিয়াজকে নিয়ে শুটিং করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা ফেরদৌস খ্যাতি পেয়েছিলেন ১৯৯৮ সালে কলকাতার বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’’ চলচ্চিত্রে অভিনয় করে। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও জনপ্রিয় ফেরদৌস কলকাতায় এ পর্যন্ত ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০১ সালে ‘মিট্টি’ নামে বলিউডের একটি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।