বাগেরহাট সংবাদদাতা : মৎস্য বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে গভীর সমুদ্র থেকে মাছ শিকার ও বিক্রির অপরাধে দুই ট্রলারের মালিককে সাতদিন করে কারাদ- ও পাঁচ আড়তদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ভোরে বাগেরহাট শহরের কেবি বাজার মৎস্য আড়তে অভিযান চালিয়ে মাছ বিক্রির অপরাধে পাঁচ আড়তদারকে দুই হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এসএম রাসেল উপস্থিত ছিলেন। অর্থদ-প্রাপ্তরা হলেন- এছাড়া কেবি বাজারের আড়তদার মো. ইস্রাফিল সরদার, আব্দুল মান্নান, মিরাজ হোসেন, আব্দুস সালাম ও হাফিজুল সরদার। অন্য দিকে সকাল ১১টায় একই স্থানে অভিযান চালিয়ে বরগুনা জেলার পাথর ঘাটার কামরুল হাসান মিরাজ ও বাগেরহাট সদরের সুন্দর ঘোনা এলাকার আলামিনকে সাতদিন করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এসময় বাগেরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী উপস্থিত ছিলেন। এসময় এমভি বশির ও এমভি রাসেল নামে দু’টি ট্রলারে থাকা মাছ নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়। নিষেধাজ্ঞা চলাকালে আগামী ২৩ জুলাই পর্যন্ত কেবি ঘাটে কোনো সামুদ্রিক যান নোঙর না করার আদেশ দেন ইউএনও।
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার-বিক্রি, জেল-জরিমানা
জনপ্রিয় সংবাদ