প্রত্যাশা ডেস্ক: কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির দিনে ঢাকার মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনেসহ কয়েকটি জায়গায় বোমাবাজির ঘটনা ঘটেছে। অন্তত তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১০ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত চারটি জায়গায় ককটেল হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ঢাকার দুইটি জায়গায় যাত্রীবাহী বাস আগুন লাগিয়ে পুড়িয়েও দেওয়া হয়েছে।
এদিন প্রথম হামলার ঘটনাটি ঘটে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান জানিয়েছেন, ভোর পৌনে ৪টার দিকে ব্যাংকের সামনে হাতবোমা ছুড়ে পালিয়ে যায় দুই ব্যক্তি। তিনি বলেন, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি একটি বাইকে করে দুইজন এসে গ্রামীণ ব্যাংকের সামনে একটি ককটেল ছুড়ে চলে যায়। আমরা ছবি পেয়েছি, তাদেরকে শনাক্ত করতে কাজ করছি।
এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এরপর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের খাদ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র সামনে ও সীমানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সকাল ৭টা ১০ মিনিটের দিকে।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, ককটেল দুইটির একটি ‘প্রবর্তনার’ ভেতরে এবং আরেকটি বাইরে বিস্ফোরিত হয়। একটি মোটরসাইকেলে আসা দুইজন আরোহী ককটেল ছুঁড়ে মারে এমন তথ্য পাওয়া গেছে।
পুলিশ ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করে তদন্তে নেমেছে বলে জানিয়েছেন ওসি কাজী রফিক আহমেদ। এছাড়া ধানমন্ডির ২৭ নম্বরে রাপা প্লাজার কাছে মাইডাস সেন্টারের সামনে এবং ধানমন্ডি ৯/এ ইবনেসিনা হাসপাতালের সামনে সকাল ৭টার দিকে ককটেল ফাটানো হয় বলে ধানমন্ডি থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানিয়েছেন। এই হামলাতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশের এই সদস্য।
ভোররাতে রাজধানীতে হঠাৎ দুই বাসে আগুন, সন্ধ্যায় এক বাসে: ঢাকার মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ভিক্টর পরিবহনের বাস দুটিতে কে বা কারা কী উদ্দেশ্যে আগুন দিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সোমবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনে এবং সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনে আগুন দেওয় হয় বলে জানিয়ে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণ আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। এতে কেউ হতাহত হয়েছে এমন তথ্যও পাওয়া যায়নি।
সন্ধ্যায় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন: সোমবার সন্ধ্যায় ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে।
সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন। বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা যায়। তিনি জানান, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। জানা গেছে, বাসের পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেটে যাচ্ছিলেন। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। নাশকতা না দুর্ঘটনা তা এখনো জানা যায়নি।
৩৪ নেতাকর্মী গ্রেফতার: এদিকে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে আওয়ামী লীগের আরো ৩৪ নেতাকর্মীকে গ্রেফতার করার তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
সানা/আপ্র/১০/১১/২০২৫





















