ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

নিশোর প্রথম সিনেমার মহরত

  • আপডেট সময় : ১২:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে উঠতে যাচ্ছেন ছোট পর্দার বড় অভিনেতা আফরান নিশো। এ জন্য শুটিংয়ে নামবেন শিগগিরই। সেই লক্ষ্যে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঘটা করে হয়ে গেলো মহরত অনুষ্ঠান।
চরকি ও আলফা আই স্টুডিওজ লি:-এর যৌথ প্রযোজনায় এই ছবির নাম ‘সুড়ঙ্গ’। রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমায় নিশোর নায়িকা হিসেবে থাকছেন তমা মির্জা। মহরত অনুষ্ঠানে মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘চরকি কথা দিয়েছিল ১২ মাসে ১২ সিনেমা দর্শকদের উপহার দেবে। সেই পরিকল্পনা থেকেই আমাদের উদ্যোগ নেওয়া, এগিয়ে আসা। এই সিনেমায় সবচেয়ে বড় ফ্যাক্টর আফরান নিশো। তাকে নিয়ে তো কিছু বলার নেই। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটা বড় পাওয়া হবে বলে আমি মনে করি।’
এরপর সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে আসেন আফরান নিশো, তমা মির্জা ও পরিচালক রায়হান রাফী। নিশো বলেন, ‘সবাইকে ধন্যবাদ জ্যাম পার করে এখানে উপস্থিত হওয়ার জন্য। সব সময়ই ইচ্ছা ছিল বড়পর্দায় কাজ করবো। জনপ্রিয় ডিরেক্টর শব্দটা রাফি ওউন করে। ওকে আমি এপ্রিশিয়েট করি। তমার সাথে আমার প্রথম কাজ, রাফীর সাথেও প্রথম। চরকি ও আলফা আইয়ের সাথে আগে কাজ হলেও বড় পর্দায় সবার সাথেই প্রথম কাজ। এতগুলো প্রথমে একটু রিস্ক থাকে। যেহেতু সবাই আমরা হার্ড ওয়ার্কিং, সবাই ডেডিকেটেড, ভালো কিছু হবে আশা করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ তমা মির্জা বলেন, ‘‘খাঁচার ভিতর অচিন পাখি’-তে যে পাখিকে বা তমাকে দর্শকরা দেখেছে তার কৃতিত্বটা অবশ্যই রায়হান রাফীর। তার কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। তার কাছ থেকে শিখছি আমি। নিশো ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। এই মানুষটার অনেক বড় ভক্ত আমি। তার ব্যাপারে বলতে অনেক নার্ভাস লাগে। কারণ আমি যতবার তার সাথে বসেছি, স্ক্রিপ্ট-লুক নিয়ে তাকে যত কিছুই জিজ্ঞেস করেছি উনি বলতো আর আমি মুগ্ধ হয়ে শুনেছি। ধন্যবাদ আমাকে আপনার বড়পর্দার জার্নির সাথে সঙ্গী করে নেয়ার জন্য।’’
সিনেমাটির চিত্রধারণ খুব দ্রুতই শুরু হবে জানিয়ে পরিচালক রায়হান রাফী বলেন, ‘‘সুড়ঙ্গ’ আমার অনেক পছন্দের একটা গল্প। অনেকদিন আগে থেকেই এই গল্পটা আমি বানাতে চাই। কিন্তু বানানোর জন্য কিছু সীমাবদ্ধতা ছিল। কিছু কিছু গল্প শুধুমাত্র পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীরা মিলে সম্ভব নয়। স্ট্রং প্রযোজক দরকার হয়। যেটা এখন আমি পেয়েছি। দর্শকদের কাছে অনেক ঋণ হয়ে গেছে। সেটি পরিশোধ করতে হবে আমাকে। সে ভাবনা নিয়েই ‘সুড়ঙ্গ’র শুটিংয়ে যাচ্ছি, টানা শুট করে এটা শেষ করবো। আমাদেরকে দোয়া করবেন।’’
‘সুড়ঙ্গ’ মহরতের এই আয়োজনে এসেছিলেন পরিচালক শিহাব শাহীন, তানিম নূর, অভিনেতা মোস্তফা মনওয়ার, শাহনাজ খুশি, বৃন্দাবন দাসসহ অনেকে। এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাড়তি আনন্দযোগ করেছিল সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’-এর পরিচালক ও অভিনয়শিল্পীরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিশোর প্রথম সিনেমার মহরত

আপডেট সময় : ১২:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে উঠতে যাচ্ছেন ছোট পর্দার বড় অভিনেতা আফরান নিশো। এ জন্য শুটিংয়ে নামবেন শিগগিরই। সেই লক্ষ্যে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঘটা করে হয়ে গেলো মহরত অনুষ্ঠান।
চরকি ও আলফা আই স্টুডিওজ লি:-এর যৌথ প্রযোজনায় এই ছবির নাম ‘সুড়ঙ্গ’। রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমায় নিশোর নায়িকা হিসেবে থাকছেন তমা মির্জা। মহরত অনুষ্ঠানে মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘চরকি কথা দিয়েছিল ১২ মাসে ১২ সিনেমা দর্শকদের উপহার দেবে। সেই পরিকল্পনা থেকেই আমাদের উদ্যোগ নেওয়া, এগিয়ে আসা। এই সিনেমায় সবচেয়ে বড় ফ্যাক্টর আফরান নিশো। তাকে নিয়ে তো কিছু বলার নেই। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটা বড় পাওয়া হবে বলে আমি মনে করি।’
এরপর সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে আসেন আফরান নিশো, তমা মির্জা ও পরিচালক রায়হান রাফী। নিশো বলেন, ‘সবাইকে ধন্যবাদ জ্যাম পার করে এখানে উপস্থিত হওয়ার জন্য। সব সময়ই ইচ্ছা ছিল বড়পর্দায় কাজ করবো। জনপ্রিয় ডিরেক্টর শব্দটা রাফি ওউন করে। ওকে আমি এপ্রিশিয়েট করি। তমার সাথে আমার প্রথম কাজ, রাফীর সাথেও প্রথম। চরকি ও আলফা আইয়ের সাথে আগে কাজ হলেও বড় পর্দায় সবার সাথেই প্রথম কাজ। এতগুলো প্রথমে একটু রিস্ক থাকে। যেহেতু সবাই আমরা হার্ড ওয়ার্কিং, সবাই ডেডিকেটেড, ভালো কিছু হবে আশা করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ তমা মির্জা বলেন, ‘‘খাঁচার ভিতর অচিন পাখি’-তে যে পাখিকে বা তমাকে দর্শকরা দেখেছে তার কৃতিত্বটা অবশ্যই রায়হান রাফীর। তার কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। তার কাছ থেকে শিখছি আমি। নিশো ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। এই মানুষটার অনেক বড় ভক্ত আমি। তার ব্যাপারে বলতে অনেক নার্ভাস লাগে। কারণ আমি যতবার তার সাথে বসেছি, স্ক্রিপ্ট-লুক নিয়ে তাকে যত কিছুই জিজ্ঞেস করেছি উনি বলতো আর আমি মুগ্ধ হয়ে শুনেছি। ধন্যবাদ আমাকে আপনার বড়পর্দার জার্নির সাথে সঙ্গী করে নেয়ার জন্য।’’
সিনেমাটির চিত্রধারণ খুব দ্রুতই শুরু হবে জানিয়ে পরিচালক রায়হান রাফী বলেন, ‘‘সুড়ঙ্গ’ আমার অনেক পছন্দের একটা গল্প। অনেকদিন আগে থেকেই এই গল্পটা আমি বানাতে চাই। কিন্তু বানানোর জন্য কিছু সীমাবদ্ধতা ছিল। কিছু কিছু গল্প শুধুমাত্র পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীরা মিলে সম্ভব নয়। স্ট্রং প্রযোজক দরকার হয়। যেটা এখন আমি পেয়েছি। দর্শকদের কাছে অনেক ঋণ হয়ে গেছে। সেটি পরিশোধ করতে হবে আমাকে। সে ভাবনা নিয়েই ‘সুড়ঙ্গ’র শুটিংয়ে যাচ্ছি, টানা শুট করে এটা শেষ করবো। আমাদেরকে দোয়া করবেন।’’
‘সুড়ঙ্গ’ মহরতের এই আয়োজনে এসেছিলেন পরিচালক শিহাব শাহীন, তানিম নূর, অভিনেতা মোস্তফা মনওয়ার, শাহনাজ খুশি, বৃন্দাবন দাসসহ অনেকে। এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাড়তি আনন্দযোগ করেছিল সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’-এর পরিচালক ও অভিনয়শিল্পীরা।