ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

নিশোর নায়িকা এবার নাবিলা

  • আপডেট সময় : ০৮:০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ দিয়ে চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। চঞ্চল চৌধুরীর বিপরীতে সেই ছবি ছিল সুপারহিট। এরপর রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি হয়ে ফিরেছিলেন তিনি। ব্লকবাস্টার সেই সিনেমার পর বেশ লম্বা সময় বিরতিতে আছেন নাবিলা। বিরতি কাটিয়ে আবারও তিনি অভিনয়ে ফিরছেন। এবার তাকে দেখা যাবে জনপ্রিয় আরেক অভিনেতা আফরান নিশোর বিপরীতে।

তবে এটি কোনো সিনেমা নয়, ভিকি জাহেদ পরিচালিত ‘আকা’ সিরিজে কাজ করবেন নাবিলা। সিরিজটির শুটিং প্রায় শেষের দিকে। শুরুর দিকে জানা গিয়েছিল এতে আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধবেন তানজিম সাইয়ারা তটিনী। তবে সেটি হচ্ছে না। ‘আকা’-য় নিশোর নায়িকা হিসেবে দেখা যাবে নাবিলাকে। নিশ্চিত হওয়া গেছে, ইতিমধ্যে শুটিংও করে ফেলেছেন তিনি।

রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের কিছু লোকেশনে বেশিরভাগ অংশের শুটিং হয়েছে সিরিজটির। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের একটি সূত্র জানিয়েছে, সিরিজটির নাম পরিবর্তন হতে পারে। ‘আকা’ থেকে এটি ‘আজাদ’ও হতে পারে। চলতি বছরেই এটি ভারতের ওটিটি প্লাটফর্ম হইচইতে এটি মুক্তি পাবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিশোর নায়িকা এবার নাবিলা

আপডেট সময় : ০৮:০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ দিয়ে চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। চঞ্চল চৌধুরীর বিপরীতে সেই ছবি ছিল সুপারহিট। এরপর রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি হয়ে ফিরেছিলেন তিনি। ব্লকবাস্টার সেই সিনেমার পর বেশ লম্বা সময় বিরতিতে আছেন নাবিলা। বিরতি কাটিয়ে আবারও তিনি অভিনয়ে ফিরছেন। এবার তাকে দেখা যাবে জনপ্রিয় আরেক অভিনেতা আফরান নিশোর বিপরীতে।

তবে এটি কোনো সিনেমা নয়, ভিকি জাহেদ পরিচালিত ‘আকা’ সিরিজে কাজ করবেন নাবিলা। সিরিজটির শুটিং প্রায় শেষের দিকে। শুরুর দিকে জানা গিয়েছিল এতে আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধবেন তানজিম সাইয়ারা তটিনী। তবে সেটি হচ্ছে না। ‘আকা’-য় নিশোর নায়িকা হিসেবে দেখা যাবে নাবিলাকে। নিশ্চিত হওয়া গেছে, ইতিমধ্যে শুটিংও করে ফেলেছেন তিনি।

রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের কিছু লোকেশনে বেশিরভাগ অংশের শুটিং হয়েছে সিরিজটির। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের একটি সূত্র জানিয়েছে, সিরিজটির নাম পরিবর্তন হতে পারে। ‘আকা’ থেকে এটি ‘আজাদ’ও হতে পারে। চলতি বছরেই এটি ভারতের ওটিটি প্লাটফর্ম হইচইতে এটি মুক্তি পাবে।