আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় সাদা হীরা ‘দ্য রক’ নিলামে তেলা হবে। আগামী মে মাসে মানুষের বৃদ্ধাঙ্গুলির চেয়ে কিছুটা বড় হীরাটি সুইজারল্যান্ডে নিলামে উঠবে বলে নিলাম সংস্থা ক্রিস্টিজ জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, ২২৮ ক্যারেটের হীরা দ্য রকের দাম তিন কোটি ডলার বা প্রায় ২২৭ কোটি টাকা উঠতে পারে।
প্রায় দুদশক আগে দক্ষিণ আফ্রিকায় পাওয়া এই হীরা নিলামে তোলার আগে বিভিন্ন দেশে প্রদর্শন করা হবে। এটি ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত থাকবে দুবাইয় পদর্শন করা হয়। এরপর ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত প্রদর্শিত হবে তাইপে এবং নিউইয়র্কের রকফেলার প্লাজায়। এর পর জেনেভায় প্রদর্শিত হবে ৬ থেকে ১১ মে। সেখানে ১১ মে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নিলামে তোলা হবে হীরাটি।
ক্রিস্টিজের কর্মকর্তা রাহুল কাদাকিয়া বলেন, ‘১৭৬৬ সাল থেকে সংস্থার মাধ্যমে নিলাম হওয়া অন্যান্য বিখ্যাত হীরার মধ্যে জায়গা করে নেবে দ্য রক।’
এটি বিশ্বের হীরা সংগ্রাহকদের আকর্ষণ করবে বলে তার বিশ্বাস।
রাহুল কাদাকিয়া জানান, হীরাটি জেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকার ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে ক্রিস্টিজের নিলামে তোলা সবচেয়ে বড় সাদা হীরাটি ছিল ১৬৩.৪১ ক্যারেটের। এর দাম উঠেছিল তিন কোটি ৩৭ লাখ ডলার বা প্রায় ২৫৫ কোটি টাকা। সূত্র :ফক্স বিজনেস।
নিলামে উঠছে সবচেয়ে বড় সাদা হীরা ‘দ্য রক’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ