ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নির্মাণের আগেই জানা গেল কবে মুক্তি পাচ্ছে শাকিব-জিতের ছবি

  • আপডেট সময় : ০৭:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের ঈদের সিনেমা দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সেই ঈদকে কেন্দ্র করে দুই বাংলার দুই সুপারস্টার শাকিব খান ও জিৎ অভিনয় করছেন দুটি সিনেমায়। সিনেমা দুটির শুটিং এখনো শুরু হয়নি। এর মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। ঘোষণা হয়ে গেল সিনেমা দুটির মুক্তির তারিখও। দর্শকরা বলছে, আসন্ন ঈদে বরবাদ-লায়নের কঠিন লড়াই হবে!
জানা গেল, তারা দুজন আসছে রোজার ঈদে ঢালিউডের বক্স অফিসে মুখোমুখি হবেন। রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ নিয়ে আসবেন শাকিব। আর জিৎ হাজির হবেন রায়হান রাফী পরিচালত ‘লায়ন’ নিয়ে। এর আগে ২০১৬ সালের ঈদে শিকারী ও বাদশা সিনেমা দিয়ে প্রথমবার বক্স অফিসে মুখোমুখি হয়েছিলেন শাকিব ও জিৎ। ‘শিকারী’ দিয়ে শাকিব বাজিমাৎ করলেও পিছিয়ে ছিলেন না জিৎ। ২০১৮ সালের ঈদে ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান’ দিয়ে আবার মুখোমুখি হয়েছিলেন তারা। সেবার ‘সুলতান’ দিয়ে জিৎ ব্যর্থ হলেও শাকিব কিছুটা এগিয়ে ছিলেন। ৭ বছর পর আবার এই দুই তারকা সিনেমা দিয়ে প্রতিযোগিতা করতে যাচ্ছেন। পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, অন্যরকম এক অ্যাকশন সিনেমা হবে বরবাদ। সবকিছু ঠিক থাকলে আমরা রোজার ঈদে আসবো। বরবাদে শাকিবের নায়িকা ইধিকা পাল থাকবেন কিন্তু লায়নে জিতের নায়িকা কে হবেন সে ঘোষণা এখনো দেননি পরিচালক রাফী। তিনি জানান, নায়িকা বাংলাদেশ থেকে কেউ থাকবেন। সংবাদ সম্মেলন করে জানানো হবে।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নির্মাণের আগেই জানা গেল কবে মুক্তি পাচ্ছে শাকিব-জিতের ছবি

আপডেট সময় : ০৭:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের ঈদের সিনেমা দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সেই ঈদকে কেন্দ্র করে দুই বাংলার দুই সুপারস্টার শাকিব খান ও জিৎ অভিনয় করছেন দুটি সিনেমায়। সিনেমা দুটির শুটিং এখনো শুরু হয়নি। এর মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। ঘোষণা হয়ে গেল সিনেমা দুটির মুক্তির তারিখও। দর্শকরা বলছে, আসন্ন ঈদে বরবাদ-লায়নের কঠিন লড়াই হবে!
জানা গেল, তারা দুজন আসছে রোজার ঈদে ঢালিউডের বক্স অফিসে মুখোমুখি হবেন। রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ নিয়ে আসবেন শাকিব। আর জিৎ হাজির হবেন রায়হান রাফী পরিচালত ‘লায়ন’ নিয়ে। এর আগে ২০১৬ সালের ঈদে শিকারী ও বাদশা সিনেমা দিয়ে প্রথমবার বক্স অফিসে মুখোমুখি হয়েছিলেন শাকিব ও জিৎ। ‘শিকারী’ দিয়ে শাকিব বাজিমাৎ করলেও পিছিয়ে ছিলেন না জিৎ। ২০১৮ সালের ঈদে ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান’ দিয়ে আবার মুখোমুখি হয়েছিলেন তারা। সেবার ‘সুলতান’ দিয়ে জিৎ ব্যর্থ হলেও শাকিব কিছুটা এগিয়ে ছিলেন। ৭ বছর পর আবার এই দুই তারকা সিনেমা দিয়ে প্রতিযোগিতা করতে যাচ্ছেন। পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, অন্যরকম এক অ্যাকশন সিনেমা হবে বরবাদ। সবকিছু ঠিক থাকলে আমরা রোজার ঈদে আসবো। বরবাদে শাকিবের নায়িকা ইধিকা পাল থাকবেন কিন্তু লায়নে জিতের নায়িকা কে হবেন সে ঘোষণা এখনো দেননি পরিচালক রাফী। তিনি জানান, নায়িকা বাংলাদেশ থেকে কেউ থাকবেন। সংবাদ সম্মেলন করে জানানো হবে।