নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত জীবনে দেশের কল্যাণের কথা ভেবেছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে নির্বাচনী জনসভায় তিনি এ কথা জানান। নজরুল ইসলাম খান বলেন, দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবো। এখন যারা নির্বাচন করছেন, বিএনপি ছাড়া কারও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, একজন প্রার্থী বলেছেন, বিএনপি ঢাকার একটি আসনেও বিজয়ী হবে না। যিনি এ কথা বলেছেন, তিনি কি আল্লাহ থেকে হুকুম পেয়েছেন? কিন্তু তার দলই কোনো দিন ঢাকায় কোনো আসনে জেতেনি। এই দম্ভের কারণেই তাদের পতন হবে।
ওআ/আপ্র/২৩/১/২০২৬



















