ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামে কর্মী সমাবেশে নোমান

নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র জনগণ মানবে না

  • আপডেট সময় : ০৯:০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে কর্মী সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান- ছবি সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: সংস্কারের অজুহাতে ‘নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র’ জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) চট্টগ্রামের কাজীর দেউড়ির ভিআইপি টাওয়ারে নগরীর ১২ নম্বর সরাই পাড়া ওয়ার্ড বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সাবেক মন্ত্রী নোমান বলেন, “সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। সব ক্ষেত্রে সংস্কার করার নামে সময় ক্ষেপণ করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়।

অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা। জনগণ কতৃর্ক নির্বাচিত সরকার পরবর্তিতে সংস্কার কাজ সম্পন্ন করবে।
নোমান বলেন, বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে। বিএনপির এই সংগ্রাম এখনো চলমান আছে। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলতে থাকবে।

আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ক্ষমতাকে কুক্ষিগত করে গণতন্ত্রের কবর রচনা করেছে। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে প্রত্যাবর্তন করতে হবে।

আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সংগঠিত বিভিন্ন সেক্টরে দূর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র প্রকাশ করে তাদেরকে বিচারের আওতায় নিয়েন দাবি জানান এই বিএনপি নেতা।

পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে এ কর্মী সমাবেশে অন্যদের মধ্যে তরুণ বিএনপি নেতা সাঈদ আল নোমান, সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খাজা আলাউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ খান, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, মহিলা দল নেত্রী খালেদা বুরহান বক্তব্য দেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে কর্মী সমাবেশে নোমান

নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র জনগণ মানবে না

আপডেট সময় : ০৯:০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি: সংস্কারের অজুহাতে ‘নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র’ জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) চট্টগ্রামের কাজীর দেউড়ির ভিআইপি টাওয়ারে নগরীর ১২ নম্বর সরাই পাড়া ওয়ার্ড বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সাবেক মন্ত্রী নোমান বলেন, “সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। সব ক্ষেত্রে সংস্কার করার নামে সময় ক্ষেপণ করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়।

অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা। জনগণ কতৃর্ক নির্বাচিত সরকার পরবর্তিতে সংস্কার কাজ সম্পন্ন করবে।
নোমান বলেন, বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে। বিএনপির এই সংগ্রাম এখনো চলমান আছে। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলতে থাকবে।

আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ক্ষমতাকে কুক্ষিগত করে গণতন্ত্রের কবর রচনা করেছে। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে প্রত্যাবর্তন করতে হবে।

আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সংগঠিত বিভিন্ন সেক্টরে দূর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র প্রকাশ করে তাদেরকে বিচারের আওতায় নিয়েন দাবি জানান এই বিএনপি নেতা।

পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে এ কর্মী সমাবেশে অন্যদের মধ্যে তরুণ বিএনপি নেতা সাঈদ আল নোমান, সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খাজা আলাউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ খান, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, মহিলা দল নেত্রী খালেদা বুরহান বক্তব্য দেন।