ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

নির্বাচন কমিশন গঠনে আগামী বছরের মধ্যে আইন হবে : মাহবুব উল আলম হানিফ

  • আপডেট সময় : ০২:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠনে আগামী বছরের মধ্যে আইন পাস করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলার মুখ আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রায় আগে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সুনির্দিষ্ট কোনো আইন নেই, সরকার তা করার চেষ্টা করছে। আগামী বছরের মধ্যে এই আইন পাস করা হবে। অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
গত সোমবার থেকে নির্বাচন কমিশন গঠনে শুরু হয়েছে রাষ্ট্রপতির সংলাপ। এ সংলাপে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। দলটিকে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, আগামী বছরের মধ্যে ইসি গঠনে আইন করা হবে। তাই বিভ্রান্ত সৃষ্টি না করে সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ব্যর্থ রাষ্ট্র বানাতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। যারা ধর্মের নামে ফতোয়া দিয়েছিলেন সেই জামায়াতকে রাজনীতি করতে দিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বেঈমানি করেছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করেছিলেন তিনি। সব ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচন কমিশন গঠনে আগামী বছরের মধ্যে আইন হবে : মাহবুব উল আলম হানিফ

আপডেট সময় : ০২:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠনে আগামী বছরের মধ্যে আইন পাস করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলার মুখ আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রায় আগে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সুনির্দিষ্ট কোনো আইন নেই, সরকার তা করার চেষ্টা করছে। আগামী বছরের মধ্যে এই আইন পাস করা হবে। অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
গত সোমবার থেকে নির্বাচন কমিশন গঠনে শুরু হয়েছে রাষ্ট্রপতির সংলাপ। এ সংলাপে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। দলটিকে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, আগামী বছরের মধ্যে ইসি গঠনে আইন করা হবে। তাই বিভ্রান্ত সৃষ্টি না করে সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ব্যর্থ রাষ্ট্র বানাতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। যারা ধর্মের নামে ফতোয়া দিয়েছিলেন সেই জামায়াতকে রাজনীতি করতে দিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বেঈমানি করেছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করেছিলেন তিনি। সব ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।