এস এম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) খুলনা মহানগরীর বয়রাস্থ পুলিশ লাইন হলরুমে ২৬তম ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। কর্মশালায় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শামীমা আক্তার সুমী, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (আরো) শেখ মোঃ আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।
স্বাগত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ দেশ ও জাতিকে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে-এ বিষয়ে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সানা/ওআ/আপ্র/৬/১/২০২৬

























