ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

নির্বাচনে অংশ নেওয়ায় বগুড়ায় বিএনপির ১২ নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার

  • আপডেট সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার বিভিন্ন পর্যায়ের ১২ নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আবদুল জলিল খন্দকার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন সরকার, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ও পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক সৈয়দ রাজা, সহসভাপতি আবদুল মান্নান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হারুন তরফদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, পৌর বিএনপির সহ-কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, শ্রমিক দলের পৌর শাখার সভাপতি আবদুল জলিল প্রামাণিক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইসরাফিক ইসলাম, পৌর বিএনপির সহস্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক হাসেম আলী প্রামাণিক, পৌর বিএনপির সদস্য মারুফ হোসেন ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পৌর বিএনপির সহমহিলাবিষয়ক সম্পাদক সোনিয়া রাজভর।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার প্রথম আলোকে বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে বিএনপির কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে। দলের সিদ্ধান্ত না মেনে ২১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের ১২ নেতা। ৯ জুন কেন্দ্রীয় বিএনপি থেকে তাঁদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব চাওয়া হয়েছিল, কিন্তু কেউ নোটিশের জবাব দেননি। এ জন্য এই ১২ জনকে দলের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ সব পর্যায় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। দল থেকে অব্যাহতি পাওয়া মেয়র প্রার্থী আবদুল জলিল খন্দকার বলেন, ‘জনগণের মতামতকে সম্মান জানাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। দলীয় প্রতীকে নির্বাচন করছি না। স্থানীয় নির্বাচন হওয়ায় দলীয় সিদ্ধান্ত নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।’
মেয়র প্রার্থী আবু হোসেন সরকার বলেন, ‘দলে কোনো পদপদবি নেই। প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হলেও নির্বাচনের ফলাফলে এর কোনো প্রভাব পড়বে না।’

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ বেদনার দিন

নির্বাচনে অংশ নেওয়ায় বগুড়ায় বিএনপির ১২ নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার

আপডেট সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার বিভিন্ন পর্যায়ের ১২ নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আবদুল জলিল খন্দকার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন সরকার, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ও পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক সৈয়দ রাজা, সহসভাপতি আবদুল মান্নান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হারুন তরফদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, পৌর বিএনপির সহ-কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, শ্রমিক দলের পৌর শাখার সভাপতি আবদুল জলিল প্রামাণিক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইসরাফিক ইসলাম, পৌর বিএনপির সহস্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক হাসেম আলী প্রামাণিক, পৌর বিএনপির সদস্য মারুফ হোসেন ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পৌর বিএনপির সহমহিলাবিষয়ক সম্পাদক সোনিয়া রাজভর।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার প্রথম আলোকে বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে বিএনপির কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে। দলের সিদ্ধান্ত না মেনে ২১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের ১২ নেতা। ৯ জুন কেন্দ্রীয় বিএনপি থেকে তাঁদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব চাওয়া হয়েছিল, কিন্তু কেউ নোটিশের জবাব দেননি। এ জন্য এই ১২ জনকে দলের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ সব পর্যায় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। দল থেকে অব্যাহতি পাওয়া মেয়র প্রার্থী আবদুল জলিল খন্দকার বলেন, ‘জনগণের মতামতকে সম্মান জানাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। দলীয় প্রতীকে নির্বাচন করছি না। স্থানীয় নির্বাচন হওয়ায় দলীয় সিদ্ধান্ত নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।’
মেয়র প্রার্থী আবু হোসেন সরকার বলেন, ‘দলে কোনো পদপদবি নেই। প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হলেও নির্বাচনের ফলাফলে এর কোনো প্রভাব পড়বে না।’