নিজস্ব প্রতিবেদক : অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা আহ্বান করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
মঙ্গলবার (২২ অক্টোবর) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মতামত আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন একটি অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকলের মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা জানতে আগ্রহী। এ প্রেক্ষিতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত নিম্নোক্ত ই-মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেইজে ১৫ নভেম্বর তারিখের মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। নিম্নোক্ত ই-মেইল, ওয়েবসাইট ও ফেসবুক পেইজে মতামত দেয়া যাবে – ই-মেইল: ভববফনধপশ@বৎপ.বপং.মড়া.নফ, ওয়েবসাইট: যঃঃঢ়ং://বৎপ.বপং.মড়া.নফ ও ফেসবুক পেইজ: িি.িভধপবনড়ড়শ.পড়স/বৎপনফ২০২৪
এর আগে, ড. বদিউল আলম মজুমদার জানিয়েছিলেন, সাধারণ জনগণ, রাজনৈতিক দল ও সকল অংশীজনের মতামতের ভিত্তিতে তার কমিশন নির্বাচনী সংস্কারের প্রস্তাব করবেন। এতে নির্বাচনী আইন, বিধি, নির্বাচন কমিশন নিয়োগ আইন, ভোটার তালিকা আইন প্রভৃতি বিষয়ে সংস্কারের প্রস্তাব আনা হবে। উল্লেখ্য, গত ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ গঠন করে।