ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

নির্বাচনী বছরে চোখ কান খোলা রাখবে দুদক

  • আপডেট সময় : ১২:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) চোখ-কান খোলা রেখে কাজ করবে বলে জানিয়েছেন দুর্নীতিবিরোধী সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

তিনি বলেছেন, ‘নির্বাচনের বছর আমরা চোখ-কান খোলা রাখব। আইন অনুসারে আমাদের যা করার তা নিরপেক্ষভাবে প্রতিপালনের চেষ্টা করব। দুদক সাধ্যমতো কাজ করছে।’
গতকাল মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান একথা বলেন। এসময় দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক এবং কমিশন সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদকে মামলা, তদন্ত, অনুসন্ধান, সবকিছুই বেড়েছে। আমাদের এই তথ্য কথা বলবে।’
অর্থ পাচার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান বলেন, ‘দেশের টাকা বাইরে চলে গেছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়ত দুদক এ নিয়ে কাজ করতে পারেনি।’ ‘আরও অনেকগুলো সংস্থা অর্থ পাচারের বিষয়ে কাজ করে। এটি শুধু দুদকের কাজ নয়। তারপরও দুদক চেষ্টা করছে পাচারের অর্থ ফিরিয়ে আনার।’
এদিকে দুদকের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, কয়েকটি কারণে ২০২২ সালে আসা ৯৫ শতাংশেরও বেশি অনিয়ম দুর্নীতির অভিযোগ আমলে নেওয়া হয়নি। এই কারণগুলো হচ্ছে, তফসিলভুক্ত না হওয়া এবং দুর্বল তথ্য-প্রমাণ। প্রতিবেদনের তথ্যমতে, ২০২২ সালে দুদকে ১৯ হাজার ৩৩৮টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে যাচাইবাছাই শেষে ৯০১টি বা ৪ দশমিক ৬৫ শতাংশ অভিযোগ অনুসন্ধানের জন্য হাতে নিয়েছে দুদক। আর ৩ হাজার ১৫২টি অভিযোগ বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ২০২২ সালে ২২৪টি মামলার অভিযোগপত্র অনুমোদন হয়েছে। আর ৪০৬টি এবং মাত্র ৪টি ফাঁদ মামলা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচনী বছরে চোখ কান খোলা রাখবে দুদক

আপডেট সময় : ১২:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) চোখ-কান খোলা রেখে কাজ করবে বলে জানিয়েছেন দুর্নীতিবিরোধী সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

তিনি বলেছেন, ‘নির্বাচনের বছর আমরা চোখ-কান খোলা রাখব। আইন অনুসারে আমাদের যা করার তা নিরপেক্ষভাবে প্রতিপালনের চেষ্টা করব। দুদক সাধ্যমতো কাজ করছে।’
গতকাল মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান একথা বলেন। এসময় দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক এবং কমিশন সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদকে মামলা, তদন্ত, অনুসন্ধান, সবকিছুই বেড়েছে। আমাদের এই তথ্য কথা বলবে।’
অর্থ পাচার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান বলেন, ‘দেশের টাকা বাইরে চলে গেছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়ত দুদক এ নিয়ে কাজ করতে পারেনি।’ ‘আরও অনেকগুলো সংস্থা অর্থ পাচারের বিষয়ে কাজ করে। এটি শুধু দুদকের কাজ নয়। তারপরও দুদক চেষ্টা করছে পাচারের অর্থ ফিরিয়ে আনার।’
এদিকে দুদকের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, কয়েকটি কারণে ২০২২ সালে আসা ৯৫ শতাংশেরও বেশি অনিয়ম দুর্নীতির অভিযোগ আমলে নেওয়া হয়নি। এই কারণগুলো হচ্ছে, তফসিলভুক্ত না হওয়া এবং দুর্বল তথ্য-প্রমাণ। প্রতিবেদনের তথ্যমতে, ২০২২ সালে দুদকে ১৯ হাজার ৩৩৮টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে যাচাইবাছাই শেষে ৯০১টি বা ৪ দশমিক ৬৫ শতাংশ অভিযোগ অনুসন্ধানের জন্য হাতে নিয়েছে দুদক। আর ৩ হাজার ১৫২টি অভিযোগ বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ২০২২ সালে ২২৪টি মামলার অভিযোগপত্র অনুমোদন হয়েছে। আর ৪০৬টি এবং মাত্র ৪টি ফাঁদ মামলা হয়েছে।