ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

নির্বাচনি সহিংসতায় গুলিতে নিহত তিন, ৭০০ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : ০৩:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন শেষে একটি কেন্দ্রে ভোট গণনার সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির গুলিবর্ষণে তিন জন নিহত ও ছয় জন গুলিবিদ্ধ হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় এলাকার অজ্ঞাত ৭০০ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ।
গত রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খনগাঁও ইউনিয়নের ৮নং ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয়।
গতকাল সোমবার (২৯ নভেম্বর) বিকালে হরিপুর থানার এসআই আবু হানিফ মন্ডল বাদী হয়ে মামলাটি করেন। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা সরকারি বণিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামাল উদ্দিন জানান, ভোটগ্রহণ ও গণনা শেষে কিছু মানুষ ভোটে কারচুপির অভিযোগ তোলেন। বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন ভোটকেন্দ্র ঘেরাও করে স্লোগান দিতে থাকে। বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভোটের মালামাল নিয়ে প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যরা কেন্দ্র থেকে উপজেলা শহরে চলে যান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্ট্রাইকিং ফোর্সের মাইক্রোবাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি ক্রমান্বয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিজেদের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের নির্দেশে নায়েক সুবেদার আজহার আলীসহ ১৪ জন বিজিবি সদস্য সেখানে ৪৭ রাউন্ড গুলি বর্ষণ করে। বিজিবির গুলিতে এলাকার শাহাবুদ্দিন ওরফে সাহাবুলি (৩২), মো. মুজা (৩৮) ও পরাগ আলী (২২) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও ছয় জন গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘পীরগঞ্জ একটি শান্ত এবং শান্তিপ্রিয় এলাকা। এটি একটি অনাকাক্সিক্ষত ঘটনা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বিজিবি জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে গুলিবর্ষণ করেছে। অপরাধীদের শনাক্ত করার জন্য নিরপেক্ষ তদন্ত চলছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচনি সহিংসতায় গুলিতে নিহত তিন, ৭০০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন শেষে একটি কেন্দ্রে ভোট গণনার সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির গুলিবর্ষণে তিন জন নিহত ও ছয় জন গুলিবিদ্ধ হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় এলাকার অজ্ঞাত ৭০০ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ।
গত রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খনগাঁও ইউনিয়নের ৮নং ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয়।
গতকাল সোমবার (২৯ নভেম্বর) বিকালে হরিপুর থানার এসআই আবু হানিফ মন্ডল বাদী হয়ে মামলাটি করেন। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা সরকারি বণিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামাল উদ্দিন জানান, ভোটগ্রহণ ও গণনা শেষে কিছু মানুষ ভোটে কারচুপির অভিযোগ তোলেন। বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন ভোটকেন্দ্র ঘেরাও করে স্লোগান দিতে থাকে। বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভোটের মালামাল নিয়ে প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যরা কেন্দ্র থেকে উপজেলা শহরে চলে যান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্ট্রাইকিং ফোর্সের মাইক্রোবাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি ক্রমান্বয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিজেদের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের নির্দেশে নায়েক সুবেদার আজহার আলীসহ ১৪ জন বিজিবি সদস্য সেখানে ৪৭ রাউন্ড গুলি বর্ষণ করে। বিজিবির গুলিতে এলাকার শাহাবুদ্দিন ওরফে সাহাবুলি (৩২), মো. মুজা (৩৮) ও পরাগ আলী (২২) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও ছয় জন গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘পীরগঞ্জ একটি শান্ত এবং শান্তিপ্রিয় এলাকা। এটি একটি অনাকাক্সিক্ষত ঘটনা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বিজিবি জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে গুলিবর্ষণ করেছে। অপরাধীদের শনাক্ত করার জন্য নিরপেক্ষ তদন্ত চলছে।