ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন শহীদ আফ্রিদি

  • আপডেট সময় : ০৫:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠের চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। তা কাটিয়ে উঠতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে ফেরার বিপরীতে উল্টো টি-টোয়েন্টি সিরিজ হারের শঙ্কায় পাকিস্তান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বর্তমানে ২-০ ব্যবধানে পিছিয়ে অধিনায়ক সালমান আগার দল। পাকিস্তানের টানা হতাশাজনক পারফরম্যান্সে যারপরনাই চটেছেন সাবেক ক্রিকেটাররা। সেই তালিকায় আছেন শহীদ আফ্রিদিও। ক্রিকেটারদের সমালোচনা না করলেও আফ্রিদি নির্বাচকদের স্কোয়াড নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ‘প্রথম শ্রেণিতে ১০-১১ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, এমন ক্রিকেটারদের পাঠিয়েছে তারা। আবার যেখানে স্পিনারদের প্রয়োজন সেখানে পেসারদে নিয়েছে। নির্বাচকদের এমন সমালোচনা অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির দল নির্বাচনের সময় থেকে হয়ে আসছে। প্রতিপক্ষরা যখন স্কোয়াড সাজায় স্পিনারদের নিয়ে তখন মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনারকে দলে নেয় পাকিস্তান। যার ফল তারা পেয়েছে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে।

শুধু নির্বাচক নন, ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন আফ্রিদি। সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘এমন কিছু লাগছে না ব্যাটাররা আন্তর্জাতিক পর্যায়ের কিছু শিখছে। প্রত্যেকেই আফ্রিদির মতো খেলতে চায়। আপনি প্রতি ম্যাচে ২০০ করতে পারবেন না।’ ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন আফ্রিদি। দুজন ক্রিকেটারের নামও সামনে এনেছেন তিনি। সাবেক অধিনায়ক বলেছেন, ‘উসমান খান এবং মোহাম্মদ হাসনাইন পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। দীর্ঘদিন ধরেই তারা বেঞ্চ গরম করছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জন্মশতবার্ষিকীতে তাজউদ্দীন আহমদকে শ্রদ্ধায় স্মরণ

নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন শহীদ আফ্রিদি

আপডেট সময় : ০৫:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠের চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। তা কাটিয়ে উঠতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে ফেরার বিপরীতে উল্টো টি-টোয়েন্টি সিরিজ হারের শঙ্কায় পাকিস্তান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বর্তমানে ২-০ ব্যবধানে পিছিয়ে অধিনায়ক সালমান আগার দল। পাকিস্তানের টানা হতাশাজনক পারফরম্যান্সে যারপরনাই চটেছেন সাবেক ক্রিকেটাররা। সেই তালিকায় আছেন শহীদ আফ্রিদিও। ক্রিকেটারদের সমালোচনা না করলেও আফ্রিদি নির্বাচকদের স্কোয়াড নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ‘প্রথম শ্রেণিতে ১০-১১ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, এমন ক্রিকেটারদের পাঠিয়েছে তারা। আবার যেখানে স্পিনারদের প্রয়োজন সেখানে পেসারদে নিয়েছে। নির্বাচকদের এমন সমালোচনা অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির দল নির্বাচনের সময় থেকে হয়ে আসছে। প্রতিপক্ষরা যখন স্কোয়াড সাজায় স্পিনারদের নিয়ে তখন মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনারকে দলে নেয় পাকিস্তান। যার ফল তারা পেয়েছে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে।

শুধু নির্বাচক নন, ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন আফ্রিদি। সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘এমন কিছু লাগছে না ব্যাটাররা আন্তর্জাতিক পর্যায়ের কিছু শিখছে। প্রত্যেকেই আফ্রিদির মতো খেলতে চায়। আপনি প্রতি ম্যাচে ২০০ করতে পারবেন না।’ ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন আফ্রিদি। দুজন ক্রিকেটারের নামও সামনে এনেছেন তিনি। সাবেক অধিনায়ক বলেছেন, ‘উসমান খান এবং মোহাম্মদ হাসনাইন পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। দীর্ঘদিন ধরেই তারা বেঞ্চ গরম করছে।’