ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

নির্ধারিত সময়ের মধ্যেই অফিসের কাজ শেষ করার নির্দেশ

  • আপডেট সময় : ০১:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময় একঘণ্টা কমিয়ে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত করা হয়েছে। এর ফলে অফিসে কাজ জমে যাবে না বলে মনে করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘সবাইকে এই সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকের কাজের পারফরমেন্স দেখা হবে।’
গতকাল বুধবার সবিচালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ গ্রুপ বিমা চুক্তির অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অপ্রয়োজনে কেউ বিদ্যুৎ খরচ না করলে অফিস সময়সূচি একঘণ্টা এগিয়ে নিয়ে আসার পদক্ষেপ ফলপ্রসূ হবে বলে মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘অফিস সময়সূচি একঘণ্টা কম করায় বিদ্যুৎ সাশ্রয় হবে। এই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে আমন চাষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে সেচ প্রকল্প। তাতে আগামীতে খাদ্য ঘাটতি হবে না।’
ফরহাদ হোসেন বলেন, ‘আজকে থেকে অফিস শুরু করার ফলে কাজে কোনও সমস্যা হবে না। সবাই স্বতঃস্ফূর্তভাবেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের অফিস উপস্থিতিও ভালো ছিল সকাল থেকে। তবে সরকারের এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য। আপাতত কয়েকটি দিন দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু বিদ্যুৎ সাশ্রয় করাই মূল উদ্দেশ্য।’
অফিসের নতুন সময়সূচিতে বিদ্যুৎ ব্যবহারে ভারসাম্য আসবে : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অফিসের সময়সূচি এগিয়ে আনায় সকালের দিকে বিদ্যুতের চাহিদা বাড়ছে। বিদ্যুৎ ব্যবহারের পিক-আওয়ার দিনের বেলায় চলে এলে ভারসাম্য আসবে।
গতকাল বুধবার নতুন অফিস সূচির প্রথম দিন সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নসরুল হামিদ বলেন, আগে সকাল ১০টা থেকে বিদ্যুতের চাহিদা বাড়তো। এখন এটি আরও এগিয়ে আসবে। তিনি আরও বলেন, এ মুহূর্তে ডেসকোর চাহিদা প্রায় এক হাজারের মেগাওয়াটের ওপরে চলে গেছে। স্বাভাবিক সময়ে ঢাকার চাহিদা থাকে দুপুরে, কিন্তু নতুন অফিস সূচির কারণে সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, আমরা চাচ্ছি যে— সন্ধ্যা থেকে পিক-আওয়ারটা যদি দিনের বেলায় চলে আসে, তা হলে একটা ব্যালেন্স করতে পারব সন্ধ্যা এবং দিনের বেলা। প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী একটা সপ্তাহ আমরা দেখি— যদি এটা কার্যকর হয়। তা হলে অন্তত বিদ্যুতের ব্যালেন্সটা ঠিক করতে পারব। প্রসঙ্গত, বিদ্যুৎ সাশ্রয়ে গতকাল বুধবার থেকে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস শুরু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্ধারিত সময়ের মধ্যেই অফিসের কাজ শেষ করার নির্দেশ

আপডেট সময় : ০১:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময় একঘণ্টা কমিয়ে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত করা হয়েছে। এর ফলে অফিসে কাজ জমে যাবে না বলে মনে করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘সবাইকে এই সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকের কাজের পারফরমেন্স দেখা হবে।’
গতকাল বুধবার সবিচালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ গ্রুপ বিমা চুক্তির অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অপ্রয়োজনে কেউ বিদ্যুৎ খরচ না করলে অফিস সময়সূচি একঘণ্টা এগিয়ে নিয়ে আসার পদক্ষেপ ফলপ্রসূ হবে বলে মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘অফিস সময়সূচি একঘণ্টা কম করায় বিদ্যুৎ সাশ্রয় হবে। এই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে আমন চাষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে সেচ প্রকল্প। তাতে আগামীতে খাদ্য ঘাটতি হবে না।’
ফরহাদ হোসেন বলেন, ‘আজকে থেকে অফিস শুরু করার ফলে কাজে কোনও সমস্যা হবে না। সবাই স্বতঃস্ফূর্তভাবেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের অফিস উপস্থিতিও ভালো ছিল সকাল থেকে। তবে সরকারের এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য। আপাতত কয়েকটি দিন দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু বিদ্যুৎ সাশ্রয় করাই মূল উদ্দেশ্য।’
অফিসের নতুন সময়সূচিতে বিদ্যুৎ ব্যবহারে ভারসাম্য আসবে : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অফিসের সময়সূচি এগিয়ে আনায় সকালের দিকে বিদ্যুতের চাহিদা বাড়ছে। বিদ্যুৎ ব্যবহারের পিক-আওয়ার দিনের বেলায় চলে এলে ভারসাম্য আসবে।
গতকাল বুধবার নতুন অফিস সূচির প্রথম দিন সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নসরুল হামিদ বলেন, আগে সকাল ১০টা থেকে বিদ্যুতের চাহিদা বাড়তো। এখন এটি আরও এগিয়ে আসবে। তিনি আরও বলেন, এ মুহূর্তে ডেসকোর চাহিদা প্রায় এক হাজারের মেগাওয়াটের ওপরে চলে গেছে। স্বাভাবিক সময়ে ঢাকার চাহিদা থাকে দুপুরে, কিন্তু নতুন অফিস সূচির কারণে সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, আমরা চাচ্ছি যে— সন্ধ্যা থেকে পিক-আওয়ারটা যদি দিনের বেলায় চলে আসে, তা হলে একটা ব্যালেন্স করতে পারব সন্ধ্যা এবং দিনের বেলা। প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী একটা সপ্তাহ আমরা দেখি— যদি এটা কার্যকর হয়। তা হলে অন্তত বিদ্যুতের ব্যালেন্সটা ঠিক করতে পারব। প্রসঙ্গত, বিদ্যুৎ সাশ্রয়ে গতকাল বুধবার থেকে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস শুরু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলছে।