উত্তম মিত্র : একটি কন্ঠ ছড়ায় সুদূরে, জন সমুদ্রের মাঝে
একটি ঘোষণা কোটি বাঙলির, বুকের ভেতর বাজে
বললেন তিনি যার যা রয়েছে, তাই নিয়ে পড়ো ঝেঁপে
মহা হুংকারে পাকহানাদের, বুকটাকে উঠুক কেঁপে।
হায়না রুখতে বজ্রকন্ঠে, জাগালেন জনতাকে
নির্দেশে তাঁর সাহসী বাঙালি, আর ঘরে বসে থাকে?
জয় বাংলার বজ্রধ্বনি এ, শ্রেষ্ঠ ও সুন্দর;
ঘোষণা দিলেন প্রিয় স্বাধীনতার, সালটা একত্তর-
লড়াকু বেশে যুদ্ধের মাঠে, শত্রু করতে নাশ
লড়াই লড়াই লড়াই করেই, কেটে গেল নয় মাস
মুক্ত করতে স্বদেশ ভূমিকে, মানে নাই পরাজয়
স্বাধীন হলো এ বাংলার মাটি, জয় বাংলার জয়।
লড়াই করেই সাহসী বাঙালি, যুদ্ধে বিজয়ী হয়
তাঁর জন্যেই হয়েছি স্বাধীন, পেয়েছি এ পরিচয়
তিনিই স্বদেশ, জাতির পিতা মুজিবুর রহমান-
হাজার যুগের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসে অম্লান।