ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

নিরীহ মানুষ হত্যার জন্য পুতিনকে দুয়ার্তের তিরস্কার

  • আপডেট সময় : ০১:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে নিরীহ বেসামরিক মানুষকে হত্যার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেছেন ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। খুনি হিসেবে পুতিনের সঙ্গে নিজের তুলনা নিয়েও কথা বলেছেন তিনি। বলেছেন, ‘আমি অপরাধীদের হত্যা করি। আমি শিশু ও বয়স্কদের হত্যা করি না।’
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘটনায় মঙ্গলবার প্রথমবারের মতো পুতিনের সমালোচনা করেছেন ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট। বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির জন্যও এই যুদ্ধকে দায়ী করেছেন তিনি। এই দাম বৃদ্ধির ফলে ফিলিপাইনসহ বিশ্বের বহু দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুয়ার্তে বলেন, তিন রুশ প্রেসিডেন্টের নিন্দা করছেন না। তবে ইউক্রেনে আক্রমণকে ক্রেমলিন যেভাবে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে আখ্যায়িত করেছে তার সঙ্গে তিনি একমত নন। দুয়ার্তে বলেন, এটি বাস্তবিকই ‘একটি সার্বভৌম জাতির’ বিরুদ্ধে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ। পুতিনকে ‘বন্ধু হিসেবে’ সম্বোধন করে তিনি ইউক্রেনের আবাসিক এলাকায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান। হামলা শুরুর আগে নিরীহ বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ারও আহ্বান জানান তিনি। সূত্র: আল জাজিরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

নিরীহ মানুষ হত্যার জন্য পুতিনকে দুয়ার্তের তিরস্কার

আপডেট সময় : ০১:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে নিরীহ বেসামরিক মানুষকে হত্যার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেছেন ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। খুনি হিসেবে পুতিনের সঙ্গে নিজের তুলনা নিয়েও কথা বলেছেন তিনি। বলেছেন, ‘আমি অপরাধীদের হত্যা করি। আমি শিশু ও বয়স্কদের হত্যা করি না।’
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘটনায় মঙ্গলবার প্রথমবারের মতো পুতিনের সমালোচনা করেছেন ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট। বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির জন্যও এই যুদ্ধকে দায়ী করেছেন তিনি। এই দাম বৃদ্ধির ফলে ফিলিপাইনসহ বিশ্বের বহু দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুয়ার্তে বলেন, তিন রুশ প্রেসিডেন্টের নিন্দা করছেন না। তবে ইউক্রেনে আক্রমণকে ক্রেমলিন যেভাবে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে আখ্যায়িত করেছে তার সঙ্গে তিনি একমত নন। দুয়ার্তে বলেন, এটি বাস্তবিকই ‘একটি সার্বভৌম জাতির’ বিরুদ্ধে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ। পুতিনকে ‘বন্ধু হিসেবে’ সম্বোধন করে তিনি ইউক্রেনের আবাসিক এলাকায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান। হামলা শুরুর আগে নিরীহ বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ারও আহ্বান জানান তিনি। সূত্র: আল জাজিরা।