ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায়

  • আপডেট সময় : ১০:০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারিতে জয়কালী মন্দিরের সামনে কামরুন্নেসা গভমেন্ট হাইস্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা বাসের ধাক্কায় মৃত্যুর ঘটনায় আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। তারা এই মৃত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবি জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর টিকাটুলি কামরুন্নেসা গভমেন্ট হাইস্কুল, ওয়ারি উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল উইমেন্স শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখে।
এসময় শিক্ষার্থীরা- আমার মা মরল কেন বিচার চাই, আর কত নিরীহ প্রাণ রাস্তায় ঝরবে, উই ওয়ান্ট জাস্টিস, রাস্তায় আর কত রক্ত ঝরবে, ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকে।
ওয়ারি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, এ ঘটনায় জড়িত বাস ও চালককে আটক করা হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
কামরুন্নেসা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী তুলসী রাইজিংবিডিকে বলেন, আমরা নিরাপদ সড়কের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। কিন্তু তারপরও প্রশাসন আমাদের নিরাপদ সড়ক দিতে পারেনি। আমার বোন, আমার মা মারা যাচ্ছে। আমাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।
আরেক শিক্ষার্থী মেহেরুন বলেন, আমরা রাস্তায় নামতে চাইনি এতদিন দেখলাম যে বাসটি আমার মাকে মেরেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির কোনো ব্যবস্থা করা হয়নি। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়ছে না। আর কত জীবন গেলে নিরাপদ সড়ক পাবো?
প্রসঙ্গত, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে স্কুল থেকে সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর মিরপুর এলাকায় দুই মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হন এক শিক্ষার্থীর মা সাবিনা ইয়াসমিন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায়

আপডেট সময় : ১০:০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারিতে জয়কালী মন্দিরের সামনে কামরুন্নেসা গভমেন্ট হাইস্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা বাসের ধাক্কায় মৃত্যুর ঘটনায় আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। তারা এই মৃত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবি জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর টিকাটুলি কামরুন্নেসা গভমেন্ট হাইস্কুল, ওয়ারি উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল উইমেন্স শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখে।
এসময় শিক্ষার্থীরা- আমার মা মরল কেন বিচার চাই, আর কত নিরীহ প্রাণ রাস্তায় ঝরবে, উই ওয়ান্ট জাস্টিস, রাস্তায় আর কত রক্ত ঝরবে, ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকে।
ওয়ারি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, এ ঘটনায় জড়িত বাস ও চালককে আটক করা হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
কামরুন্নেসা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী তুলসী রাইজিংবিডিকে বলেন, আমরা নিরাপদ সড়কের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। কিন্তু তারপরও প্রশাসন আমাদের নিরাপদ সড়ক দিতে পারেনি। আমার বোন, আমার মা মারা যাচ্ছে। আমাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।
আরেক শিক্ষার্থী মেহেরুন বলেন, আমরা রাস্তায় নামতে চাইনি এতদিন দেখলাম যে বাসটি আমার মাকে মেরেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির কোনো ব্যবস্থা করা হয়নি। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়ছে না। আর কত জীবন গেলে নিরাপদ সড়ক পাবো?
প্রসঙ্গত, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে স্কুল থেকে সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর মিরপুর এলাকায় দুই মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হন এক শিক্ষার্থীর মা সাবিনা ইয়াসমিন।