আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের জন্য ভারত যে প্রচেষ্টা চালাচ্ছে তার বিরোধিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন জাতিসংঘে ভারতের ভেটো ক্ষমতার বিরোধী। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক।
বার্তা সংস্থাটি জানিয়েছে, ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভের চেষ্টা শুরু করেন।
স্পুৎনিক জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প ভারতের এই আকাক্সক্ষার ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তাতে আপত্তি রয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দুই বছরের জন্য ভারতের পর্যায়ক্রমিক অস্থায়ী সদস্যপদের মেয়াদ শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ভারত এই প্রথম নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ পেল।
নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের বিরোধী যুক্তরাষ্ট্র
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ