ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চায় রাশিয়া

  • আপডেট সময় : ১০:৫১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের বুচায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ ওঠেছে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে। তবে এ অভিযোগের ব্যাখ্যা দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানালো মস্কো। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘে রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর দিমিত্রি পলিয়ানস্কি রোববার এক টুইট বার্তায় বুচা নিয়ে ইউক্রেনের উগ্রপন্থিরা যে মিথ্যাচার করছে সে বিষয়ের আলোকে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানান। ইউক্রেনের বুচা শহরে কয়েকটি গণকবরের সন্ধান ও শত শত বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধারের পর পশ্চিমা নেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনার জন্য সরাসরি মস্কোকে দায়ী করেছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। জানা গেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রুশ বাহিনীর প্রত্যাহারের পর বুচা শহরে ৪১০টি মরদেহের সন্ধান পাওয়া গেছে। আর এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এক মাসেরও বেশি সময় ধরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। এরই মধ্যে দেশটিতে কয়েকশ মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ৩০ লাখ মানুষ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চায় রাশিয়া

আপডেট সময় : ১০:৫১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের বুচায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ ওঠেছে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে। তবে এ অভিযোগের ব্যাখ্যা দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানালো মস্কো। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘে রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর দিমিত্রি পলিয়ানস্কি রোববার এক টুইট বার্তায় বুচা নিয়ে ইউক্রেনের উগ্রপন্থিরা যে মিথ্যাচার করছে সে বিষয়ের আলোকে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানান। ইউক্রেনের বুচা শহরে কয়েকটি গণকবরের সন্ধান ও শত শত বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধারের পর পশ্চিমা নেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনার জন্য সরাসরি মস্কোকে দায়ী করেছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। জানা গেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রুশ বাহিনীর প্রত্যাহারের পর বুচা শহরে ৪১০টি মরদেহের সন্ধান পাওয়া গেছে। আর এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এক মাসেরও বেশি সময় ধরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। এরই মধ্যে দেশটিতে কয়েকশ মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ৩০ লাখ মানুষ।