আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হওয়ায় চীনের ৫৪টিরও বেশি অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত রোববার এক বিবৃতিতে দেশটির সরকার চীনা অ্যাপ বন্ধের পরিকল্পনা করছে বলে জানায়। যেসব অ্যাপ বন্ধের সম্ভাবনা রয়েছে-সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা-সেলফি ক্যামেরা, ভিবা ভিডিও এডিটর, অ্যাপ লক, ডুয়েল স্পেস লাইট প্রভৃতি। এর আগে গত জুনে চীনের ৫৯টি অ্যাপ বন্ধ করে দিয়েছিল ভারত। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশটির সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য ঝুঁকি হওয়ায় সব অ্যাপ বন্ধ করা হয়েছিল। ২০২০ সালের মে মাসে উভয় দেশের মধ্যে সীমান্ত ইস্যুতে উত্তেজনা শুরুর পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৩০০ অ্যাপ বন্ধ করেছে ভারতের সরকার। ওই বছরের জুন মাসে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রায় ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। তারপরই চীনা অ্যাপ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ভারত।