ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

নিরাপত্তার শঙ্কায় পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার ঘোষণা অভিনেত্রীর

  • আপডেট সময় : ০৯:৪৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও গায়িকা আয়েশা ওমর তার দেশ ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটির বর্তমান অর্থনৈতিক দুরবস্থা এবং নারীদের নিরাপত্তার শঙ্কায় দেশ ছাড়ার কথা ভাবছেন তিনি। সম্প্রতি আদনান ফয়সাল সঞ্চালিত একটি পডকাস্টে হাজির হয়ে অভিনেত্রী এ ঘোষণা দেন। ৪২ বছর বয়সী আয়েশা ওমর বলেন, ‘আমি এখানে (পাকিস্তান) নিরাপদ বোধ করছি না। আমি রাস্তায় একা হাঁটতে চাই; খোলা হাওয়ায় হাঁটতে পারা একজন মানুষের মৌলিক চাহিদা। এই যে আপনার অফিসে এত নারী রয়েছে, তারা কেউ রাস্তায় হাঁটতে পারে না। এটি কি দুঃখজনক নয়? আমি গাড়িতে বসতে চাই না; আমি সাইকেল চালাতে চাই; আমি কেন বাইক চালাতে পারব না?’ অন্য দেশের উদাহরণ টেনে এই অভিনেত্রী বলেন, ‘পুরুষরা কেন বুঝতে পারে না পাকিস্তানি নারীরাও তাদের সঙ্গে সমানতালে এগিয়ে যেতে পারে। অপহরণ, ধর্ষণ বা ছিনতাইয়ের ভয় ছাড়া স্বাধীনভাবে রাস্তায় হাঁটতে পারি না। এমনকি, হেনস্তা ছাড়া এখানকার কোনো পার্কেও যেতে পারি না। ’ তিনি বলেন, ‘নিরাপত্তা ও স্বাধীনতা একজন মানুষের মৌলিকা চাহিদা। সন্ত্রাসী কর্মকা- পৃথিবীর সব দেশেই ঘটে। কিন্তু সেখানকার মানুষ তো অন্তত নিরাপদে রাস্তায় চলতে পারে। রাস্তায় চলতে গেলে ছেলেরা টিজ করবে, না হয় শরীরে স্পর্শ করবে- এসব কী?’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে ৭ দফা প্রস্তাব ড. ইউনূসের

নিরাপত্তার শঙ্কায় পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার ঘোষণা অভিনেত্রীর

আপডেট সময় : ০৯:৪৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও গায়িকা আয়েশা ওমর তার দেশ ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটির বর্তমান অর্থনৈতিক দুরবস্থা এবং নারীদের নিরাপত্তার শঙ্কায় দেশ ছাড়ার কথা ভাবছেন তিনি। সম্প্রতি আদনান ফয়সাল সঞ্চালিত একটি পডকাস্টে হাজির হয়ে অভিনেত্রী এ ঘোষণা দেন। ৪২ বছর বয়সী আয়েশা ওমর বলেন, ‘আমি এখানে (পাকিস্তান) নিরাপদ বোধ করছি না। আমি রাস্তায় একা হাঁটতে চাই; খোলা হাওয়ায় হাঁটতে পারা একজন মানুষের মৌলিক চাহিদা। এই যে আপনার অফিসে এত নারী রয়েছে, তারা কেউ রাস্তায় হাঁটতে পারে না। এটি কি দুঃখজনক নয়? আমি গাড়িতে বসতে চাই না; আমি সাইকেল চালাতে চাই; আমি কেন বাইক চালাতে পারব না?’ অন্য দেশের উদাহরণ টেনে এই অভিনেত্রী বলেন, ‘পুরুষরা কেন বুঝতে পারে না পাকিস্তানি নারীরাও তাদের সঙ্গে সমানতালে এগিয়ে যেতে পারে। অপহরণ, ধর্ষণ বা ছিনতাইয়ের ভয় ছাড়া স্বাধীনভাবে রাস্তায় হাঁটতে পারি না। এমনকি, হেনস্তা ছাড়া এখানকার কোনো পার্কেও যেতে পারি না। ’ তিনি বলেন, ‘নিরাপত্তা ও স্বাধীনতা একজন মানুষের মৌলিকা চাহিদা। সন্ত্রাসী কর্মকা- পৃথিবীর সব দেশেই ঘটে। কিন্তু সেখানকার মানুষ তো অন্তত নিরাপদে রাস্তায় চলতে পারে। রাস্তায় চলতে গেলে ছেলেরা টিজ করবে, না হয় শরীরে স্পর্শ করবে- এসব কী?’