ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

নিয়ম ভঙ্গের অভিযোগে পিসিবিকে সতর্ক করলো আইসিসি

  • আপডেট সময় : ০৫:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হ্যান্ডশেক বিতর্কে এবার নতুন মোড়! ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে বিতর্কে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধেই উঠল অভিযোগ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পিসিবির বিরুদ্ধে ‘অশোভন আচরণ’ এবং খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের নির্ধারিত এলাকার (পিএমওএ) একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

ভারতের সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ শুরুর আগে এই বিষয়ে আইসিসি সরাসরি ই-মেইল পাঠিয়ে পিসিবিকে সতর্ক করে দিয়েছে। ই-মেইলে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত স্পষ্টভাবে লিখেছেন, ম্যাচ ডে’তে পিসিবি একাধিকবার নিয়ম ভেঙেছে।

সেই ইমেইলে তিনটি বিষয় জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বনাম পাকিস্তান ম্যাচকে বিলম্বিত করা, ম্যাচ রেফারির ভিডিও প্রকাশ করে দেওয়া এবং সরকারি বিবৃতিতে মিথ্যাচার করা। প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিশিয়াল এরিনায় (পিএমওএ) অন্যায্য ভাবে প্রবেশ ঘটানো।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, পিসিবির সঙ্গে একমত হয়ে আইসিসি রাজি হয় যে ভারত ম্যাচ-সংক্রান্ত বিষয় মেটাতে পাইক্রফট টসের আগে অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে দেখা করবেন। কিন্তু সেখানে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানিকে টেনে আনা হয়েছিল। যেখানে তার প্রবেশাধিকারই ছিল না। তাই তার প্রবেশে কিন্তু তাকে প্রবেশে বাধা দেন আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তা। কারণ, নাঈম সঙ্গে মোবাইল ফোন নিয়ে যেতে চাইছিলেন। পরে ভিডিও রেকর্ডিংয়ের অনুমতি চাওয়া হয়, যদিও শব্দবিহীন সেই ভিডিও পরে পিসিবি নিজস্ব চ্যানেল থেকে প্রচার করে, যা আরও একবার নিয়ম ভঙ্গ বলে উল্লেখ করেছে আইসিসি।

এটাও বলা হচ্ছে, সেই বৈঠক শেষে পাক বোর্ড থেকে যে বিবৃতি পেশ করে বলা হয়েছে পাইক্রফট ‘ক্ষমা’ চেয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যে। পাইক্রফট ক্ষমা চাননি। তিনি বলেছিলেন, টসের সময় যদি কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তা হলে সেটা পিছনে ফেলে সামনের দিকে তাকাতে।

আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘খেলার স্বার্থে, টুর্নামেন্ট ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কথা ভেবে আমরা পিসিবির শর্ত মেনে নিয়েছিলাম। তবে এটি পিএমওএ’র মর্যাদার প্রতি সম্পূর্ণ অগ্রাহ্যতা দেখিয়েছে।’

ওআ/আপ্র/১৯/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দৈনিক গাঁজা সেবনে হাঁপানির ঝুঁকি বাড়ে ৪৪ শতাংশ

নিয়ম ভঙ্গের অভিযোগে পিসিবিকে সতর্ক করলো আইসিসি

আপডেট সময় : ০৫:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হ্যান্ডশেক বিতর্কে এবার নতুন মোড়! ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে বিতর্কে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধেই উঠল অভিযোগ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পিসিবির বিরুদ্ধে ‘অশোভন আচরণ’ এবং খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের নির্ধারিত এলাকার (পিএমওএ) একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

ভারতের সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ শুরুর আগে এই বিষয়ে আইসিসি সরাসরি ই-মেইল পাঠিয়ে পিসিবিকে সতর্ক করে দিয়েছে। ই-মেইলে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত স্পষ্টভাবে লিখেছেন, ম্যাচ ডে’তে পিসিবি একাধিকবার নিয়ম ভেঙেছে।

সেই ইমেইলে তিনটি বিষয় জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বনাম পাকিস্তান ম্যাচকে বিলম্বিত করা, ম্যাচ রেফারির ভিডিও প্রকাশ করে দেওয়া এবং সরকারি বিবৃতিতে মিথ্যাচার করা। প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিশিয়াল এরিনায় (পিএমওএ) অন্যায্য ভাবে প্রবেশ ঘটানো।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, পিসিবির সঙ্গে একমত হয়ে আইসিসি রাজি হয় যে ভারত ম্যাচ-সংক্রান্ত বিষয় মেটাতে পাইক্রফট টসের আগে অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে দেখা করবেন। কিন্তু সেখানে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানিকে টেনে আনা হয়েছিল। যেখানে তার প্রবেশাধিকারই ছিল না। তাই তার প্রবেশে কিন্তু তাকে প্রবেশে বাধা দেন আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তা। কারণ, নাঈম সঙ্গে মোবাইল ফোন নিয়ে যেতে চাইছিলেন। পরে ভিডিও রেকর্ডিংয়ের অনুমতি চাওয়া হয়, যদিও শব্দবিহীন সেই ভিডিও পরে পিসিবি নিজস্ব চ্যানেল থেকে প্রচার করে, যা আরও একবার নিয়ম ভঙ্গ বলে উল্লেখ করেছে আইসিসি।

এটাও বলা হচ্ছে, সেই বৈঠক শেষে পাক বোর্ড থেকে যে বিবৃতি পেশ করে বলা হয়েছে পাইক্রফট ‘ক্ষমা’ চেয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যে। পাইক্রফট ক্ষমা চাননি। তিনি বলেছিলেন, টসের সময় যদি কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তা হলে সেটা পিছনে ফেলে সামনের দিকে তাকাতে।

আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘খেলার স্বার্থে, টুর্নামেন্ট ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কথা ভেবে আমরা পিসিবির শর্ত মেনে নিয়েছিলাম। তবে এটি পিএমওএ’র মর্যাদার প্রতি সম্পূর্ণ অগ্রাহ্যতা দেখিয়েছে।’

ওআ/আপ্র/১৯/০৯/২০২৫