ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪

  • আপডেট সময় : ০১:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১০ জন।
গতকাল রোববার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আব্দুল রউফ হাওলাদার (৫০), হুমায়ুন কবির (৪৮), মেরিনা আক্তার (৩২) ও জুনায়েদ (০৩)। আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থেেলই দুই জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানে আরও দুজন মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতদের স্বজনরা আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
কিশোরগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার আরোহী ছিলেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হক। নিহতরা হলেন- রিফাত ও জোহরা বেগম। তারা কিশোরগঞ্জ সদরের বাসিন্দা। আর আহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মেহেদী হাসান অনিক, কিশোরগঞ্জ সদরের ফারিয়া বেগম, আব্দুল্লাহ আল মামুন এবং অজ্ঞাতনামা একজন। ওসি মোজাম্মেল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেসের একটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাচ্ছিল ভৈরবের দিকে। নোয়াগাঁও এলাকায় পৌঁছালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। আহতদের মধ্যে মেহেদী হাসান অনিককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ফারিয়া বেগম ও আব্দুল্লাহ আল মামুনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অজ্ঞাতনামা আহত ব্যক্তিকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালকসহ অন্যরা পালিয়ে গেলেও বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। হতাহতদের পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪

আপডেট সময় : ০১:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১০ জন।
গতকাল রোববার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আব্দুল রউফ হাওলাদার (৫০), হুমায়ুন কবির (৪৮), মেরিনা আক্তার (৩২) ও জুনায়েদ (০৩)। আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থেেলই দুই জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানে আরও দুজন মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতদের স্বজনরা আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
কিশোরগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার আরোহী ছিলেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হক। নিহতরা হলেন- রিফাত ও জোহরা বেগম। তারা কিশোরগঞ্জ সদরের বাসিন্দা। আর আহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মেহেদী হাসান অনিক, কিশোরগঞ্জ সদরের ফারিয়া বেগম, আব্দুল্লাহ আল মামুন এবং অজ্ঞাতনামা একজন। ওসি মোজাম্মেল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেসের একটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাচ্ছিল ভৈরবের দিকে। নোয়াগাঁও এলাকায় পৌঁছালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। আহতদের মধ্যে মেহেদী হাসান অনিককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ফারিয়া বেগম ও আব্দুল্লাহ আল মামুনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অজ্ঞাতনামা আহত ব্যক্তিকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালকসহ অন্যরা পালিয়ে গেলেও বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। হতাহতদের পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।